শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফিটনেস পরীক্ষায় লাভ কী

বঙ্গবন্ধু গোল্ডকাপে দল গঠন

ক্রীড়া প্রতিবেদক

ফিটনেস পরীক্ষায় লাভ কী

প্রশিক্ষণ নয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলার জন্য আগে ফুটবলারদের ফিটনেস যাচাই করা হবে। টেকনিক্যাল কোচের তত্ত্বাবধানে ২২ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা। বাংলাদেশে এই প্রথম প্রশিক্ষণের আগে ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে ফুটবলারদের। মূলত জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস যাচাই করা হবে। সঙ্গে অন্য খেলোয়াড়রাও থাকবেন। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হবে। তারই আগে বাফুফে হেড কোচ নিয়োগ দেবে। কোচ টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করবেন। কোচ কে হবেন তা এখনো নিশ্চিত নয়। জর্জ কোটানের কথা জোরালোভাবে শোনা যাচ্ছে। কিন্তু তাকে নিয়েও সংশয় রয়েছে। কেননা যে ডিমান্ড ও শর্ত কোটান দিয়েছেন তা বাফুফের পক্ষে মেটানো সম্ভব নয়। কোটানের সঙ্গে ন্যাশনাল টিমস কমিটি চূড়ান্তভাবে আলাপ করবে। যদি তিনি বাফুফের কথায় রাজি না হন তাহলে বিকল্প চিন্তাভাবনা করা হবে। ইতিমধ্যে নাকি নতুন কোচও খোঁজা হচ্ছে। মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ, হাতে সময়ও নেই। কোচ যদি এখনো ঠিক না হয় তাহলে প্রস্তুতিটা কি জোরালো হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের দুটি দল অংশ নেবে। জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দল। দুই দল গঠন করতে কমপক্ষে ৩৬ জন খেলোয়াড়ের প্রয়োজন পড়বে। বাংলাদেশে এত মানসম্পন্ন খেলোয়াড় আছে কী? পারফরম্যান্সে কি করুণ দশা ঘরোয়া আসরেই বোঝা যায়। ক্লাবগুলো পুরোপুরি বিদেশি খেলোয়াড়ের ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে ন্যাশনাল টিমস কমিটির কী উচিত ছিল না ভালোভাবে যাচাই করে টুর্নামেন্টে একটি শক্তিশালী দল গঠন করা। ফিটনেস পরীক্ষা করে লাভ হবে কী? বাফুফের নির্বাহী কমিটির সদস্য অভিজ্ঞ সংগঠক আমিরুল ইসলাম বাবু বলেন, অবশ্যই উপকারে আসবে। আমরা দল গঠনের আগে খেলোয়াড়দের ফিটনেস যাচাই করতে পারব। দুই ধাপে ফিটনেস পরীক্ষা করা হবে। ২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩ ফুটবলার। ৩-১২ ফেব্রুয়ারি পর্যন্ত ২৯ জনের ফিটনেস পরীক্ষা। এই ৬২ জনের মধ্যে যারা ফিটনেসে উত্তীর্ণ হতে পারবেন না তারা বাদ পড়বেন। দল গঠন করতে কোচকে সমস্যার মধ্যে পড়তে হবে না। কিন্তু ফিটনেসে যারা উত্তীর্ণ হবে তারা কি মাঠে ছন্দ ধরে রাখতে পারবে। কারা খেলবে যারা জাতীয় দলে খেলছেন তারাইতো। এর বাইরে নতুন কোনো প্রতিভা খুঁজে পাওয়া যাবে কী? সত্যি বলতে কি যাদের ফিটনেস নেই তাদের আবার ফিটনেস পরীক্ষা তা হাস্যকরের মধ্যে পড়ে না। জাতীয় দলের সাবেক এক কোচ বলেছেন যদি সত্যিকারের ফিটনেস পরীক্ষা হয় তাহলে ৭০ ভাগ ফুটবলই অযোগ্য বলে গণ্য হবে। সুতরাং ঘুরে ফিরে সেই জোড়াতালি দিয়ে দল গঠন করা হবে। একটা দল গঠন হলে বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো কিছু আশা করা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর