শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হকি স্টেডিয়ামে ইসলামী সলিডারিটি আরচ্যারি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে আরচ্যারি শুরু বেশি দিনের নয়। তারপরও জনপ্রিয় হয়ে উঠছে এই খেলা। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের উদ্যোগে বাংলাদেশে আরচ্যারি শুরু হয়। বড় ধরনের না হলেও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসতে শুরু করেছে। বাংলাদেশে বড় ধরনের টুর্নামেন্টের দেখা মিলছিল না। এবার হচ্ছে। ২৭ জানুয়ারি থেকে ঢাকায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে ইসলামী সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ইরাক, ইরান, মালয়েশিয়া, সৌদি আরব, সুদান, লিবিয়া, মরসিনি, মরক্কো, উগান্ডা, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ইয়েমেন ও কাতার। এ ছাড়া বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাকে। ভারতকে আমন্ত্রণ জানালেও ব্যস্ততার কারণে আসতে রাজি হয়নি।

চার দিনব্যাপী চলবে চ্যাম্পিয়নশিপ। ৭০ লাখ টাকা বাজেট হলেও আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল আশা প্রকাশ করছেন ৫০ লাখের ভিতর আয়োজন সম্পন্ন করা যাবে। এখনো কোনো স্পন্সরশিপ পাওয়া যায়নি। বাংলাদেশে এই প্রথম ইসলামী সলিডারিটি আরচ্যারি অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ খবর