রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এই টেস্টে জয়ের সামর্থ্য রাখি আমরা : তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

এই টেস্টে জয়ের সামর্থ্য রাখি আমরা : তাসকিন

টেস্ট ক্রিকেট এমনই—গিরগিটির মতোই হঠাৎ করে বদলে যায় রূপ! গতকাল সারা দিন বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলল নিউজিল্যান্ড। কিন্তু শেষ বিকালে সাকিব আল হাসানের এক জাদুকরি স্পেলে পরিস্থিতি পাল্টে যায়। ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচে এখন সমতা। প্রথম ইনিংসে বাংলাদেশে করেছিল ২৮৯। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৬০। এমন পরিস্থিতিতে জয়ের কথা ভাবছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘এই টেস্টে জয়ের সামর্থ্য রাখি আমরা। তবে  নিউজিল্যান্ডের তিন উইকেট দ্রুত নিতে হবে এবং আমাদের ব্যাটসম্যানদের ভালো করতে হবে।’

ওয়েলিংটন টেস্টের কথা নিশ্চয়ই ভুলে যাননি তাসকিন, তাই সতর্ক। তাসকিন বলেন, ‘যদিও আমরা এখন ভালো অবস্থানে আছি, তাই বলে বেশি খুশি হওয়ার কিছু নেই। কেননা এখনো খেলার তিন দিন বাকি।’

টেস্টে এখন দুই দলের সামনেই জয়ের সম্ভাবনা রয়েছে। আজকের সকালের সেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন বলেন, ‘সকালে দ্রুতই আমাদের তিন উইকেট তুলে নিতে হবে। এরপর ব্যাটসম্যানদের দায়িত্ব। তারা যদি বড় ইনিংস খেলতে পারেন, তবে এই ম্যাচেই আমরাই জিতব।’

ওয়েলিংটনে টেস্টে অভিষেক হয়েছে তাসকিনের। কিন্তু ভালো কিছু করতে পারেননি। তবে ক্রাইস্টচার্চে দারুণ বোলিং করছেন। ১৭ ওভার বোলিং করে ৬৪ রানে নিয়েছেন এক উইকেট। তবে ক্যাচ মিস না হলে আরও উইকেট পেতেন তিনি। তাসকিন বলেন, ‘সুযোগ এসেছিল। কিন্তু তা কাজে লাগেনি। এ নিয়ে ভাবি না। এটা ক্রিকেটেরই অংশ। আজ হয়তো একটা উইকেট পেয়েছি। কিন্তু দিন যেদিন আমার আসবে হয়তো ৬-৭টা উইকেট পেয়ে যাব। এখন আমার কাজ হচ্ছে ভালো জায়গায় বল করা।’ আগের টেস্ট সিরিজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারার পরও দ্বিতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজ থেকেই জয়ের অনুপ্রেরণা পাচ্ছেন তাসকিন, ‘আমরা দেশের মাটিতে সব শেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছি। ভালো পারফর্ম করতে পারলে এই টেস্টেও জিতে যেতে পারি। সে সামর্থ্য আমাদের আছে।’

সর্বশেষ খবর