রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশকে এগিয়ে রাখলেন লাথাম

ক্রীড়া প্রতিবেদক

ক্রাইস্টচার্চ টেস্ট দ্বিতীয় দিন শেষে এখন যে অবস্থা তাতে দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে। তবে ২৯ রানে এগিয়ে থাকায় বাংলাদেশ কিছুটা হলেও সুবিধাজনক স্থানে আছে। দ্বিতীয় দিন শেষে এই কথায় বললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টস লাথাম। তিনি বলেন, ‘তৃতীয় দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে যারা ভালো করবে ম্যাচ তাদের পক্ষে যাবে।’

৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে। ক্রিজে এখনো নিকলসনের মতো ব্যাটসম্যান রয়েছে। আশা করছি তিনি টেল এন্ডারদের নিয়ে আরও অনেক রান করবেন সে যোগ্যতা তার আছে। ওয়েলিংটন টেস্টের অভিজ্ঞতায় এই কিউই তারকা বলেন, ‘সেখানে টেস্টের চতুর্থ-পঞ্চম দিনে ভালো খেলেই আমরা জিতেছি। লাথাম বাংলাদেশ বোলারদের ভূয়সী প্রশংসা করেন, তারা খুব ভালো বল করেছে দ্বিতীয় দিনে। রুবেল কি তার মাথায় ইচ্ছে করে বল ছুড়েছিল? এমন প্রশ্নও করেন একজন সাংবাদিক। লাথাম না সূচক জবাব দিয়ে বলেন, এটি ক্রিকেটেরই অংশ। লাথামের মতে, হ্যাগলি ওভালের উইকেটে ওয়েলিংটনের উইকেটের চাইতে বল সুইং করছে বেশি। বোলাররা তাই এখানে বাড়তি সুবিধা পাচ্ছেন। বিশেষ করে সাকিবের প্রশংসা করে বলেন, ওযে বিশ্বসেরা অলরাউন্ডার তা নিউজিল্যান্ড সফরে প্রমাণ দিচ্ছেন। আমার মনে হয়, ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ড যদি হেরে যায় এর পেছনে বড় ভূমিকা রাখবেন সাকিবই। ওর বল সতর্ক হয়ে খেলতে হবে। ব্যাটিংও দারুণ করছেন। সব মিলিয়ে অসাধারণ এক ক্রিকেটার সাকিব।

সর্বশেষ খবর