সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্যাম্পে ফিরলেন দুই কোচ

মূল ঘটনা আড়াল করার চেষ্টা

ক্রীড়া প্রতিবেদক

ক্যাম্পে ফিরলেন দুই কোচ

হঠাৎ করে শনিবার ক্যাম্প ছেড়ে চলে যান নারী দলের দুই প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন ও মাহবুবুর রহমান লিটু। এনভয় গ্রুপের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা ও স্বপ্নারা উপস্থিত থাকলেও দেখা যায়নি তাদের। কি কারণে দুই প্রশিক্ষক ক্যাম্প ছাড়লেন তা নিয়ে বাফুফে কোনো সুস্পষ্ট জবাব দিচ্ছিল না। তবে সেদিন সকালে বাফুফের কৃত্রিম মাঠে অনূর্ধ্ব ১৬ দলের প্রশিক্ষণে উপস্থিত হন বাফুফের নিয়োগ প্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও গোলরক্ষক প্রশিক্ষক রায়ান স্যান ফোর্ড। দুজনা ছোটনের কোচিং সিস্টেম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিরূপ মন্তব্য করেন। যা দেখে মহিলা খেলোয়াড়রাও বিস্ময় প্রকাশ করেন। পল ও রায়ানের আচরণে অসন্তুষ্ট হয়ে দুই প্রশিক্ষক প্রশিক্ষণ ছেড়ে চলে যান। এমন অবস্থায় অনেকে ভেবেছিলেন ছোটন ও লিটু দায়িত্ব      ছেড়ে দেবেন।

শনিবার দুজনার মোবাইলই বন্ধ ছিল। তাই প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল অবশ্য ফোনের আর প্রয়োজন পড়েনি। ছোটন ও লিটু ক্যাম্পে ফিরে এসেছেন। স্মলের সঙ্গে কি হয়েছিল এনিয়ে কথা বলতে চাননি ছোটন। বললেন, ‘ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে বাসায় গিয়েছিলাম। প্রশিক্ষণও করিয়েছি মেয়েদের। কেননা সামনে জাপানে খেলা রয়েছে। যাক ছোটন বা লিটু মূল ঘটনা আড়াল করতে চাইলেও শনিবার পলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়েছে এনিয়ে কোনো সংশয় নেই। একজন মহিলা ফুটবলার বলেন, ‘যা আমরা দেখেছি তা সত্যিই দুঃখজনক।’ ঘটনাটি মিডিয়ায় প্রকাশ হওয়ায় এনিয়ে সাবেক ফুটবলাররা ক্ষোভ প্রকাশ করেছেন। ছাইদ হাসান কানন বললেন, জানিনা আসলে কি ঘটেছিল। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পল অবশ্যই কোচদের পরামর্শ দিতে পারেন। কিন্তু খারাপ আচরণ করতে পারেন না। অস্বীকার করে লাভ নেই যে পুরুষদের চেয়ে মেয়েরাই এখন ভালো করছে। এটা সম্ভব হচ্ছে ছোটন ও লিটুর প্রশিক্ষণে। তারা পরিশ্রম করে মেয়েদের একটা পর্যায়ে নিয়ে গেছে। তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকলে তা মানা যায় না। আরেক সাবেক ফুটবলার  বললেন, বেতন দিয়ে টেকনিক্যাল ডিরেক্টর ও গোলরক্ষক প্রশিক্ষক রাখা হয়েছে। তারাও যোগ্য কিনা এনিয়ে প্রশ্ন উঠেছে। আর তারা যদি সফল কোচের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন তাহলে বাফুফের জিজ্ঞাসাবাদ করা উচিত। অনেক বিদেশি কোচের পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কই পুরুষ জাতীয় দল কী কিছু করতে পারছে? অযোগ্য বিদেশি কোচ এনে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বাফুফে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর