সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওয়ার্নারের শতকে সিরিজ অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

ওয়ার্নারের শতকে সিরিজ অস্ট্রেলিয়ার

এক ম্যাচ এখনো বাকি। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ওয়ানডে অ্যাডিলেডে। কিন্তু ওই ম্যাচটির এখন আর কোনো গুরুত্ব নেই সিরিজ মীমাংসায়। শুধু হারজিতের ব্যবধান বাড়ানো। গতকাল সিডনিতে বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। চার নম্বর ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ৮৬ রানে। সিরিজের ব্যবধান এখন ৩-১। টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৩ রান করে। ওয়ার্নার ক্যারিয়ারের ১৯ নম্বর সেঞ্চুরি করতে যেয়ে খেলেন ১৩০ রানের ইনিংস। দুই ওপেনার ওসমান খাজা ও ওয়ার্নার ৯২ রানের জুটি গড়েন। সেই জুটিকে কাজে লাগিয়ে ওয়ার্নার তুলে নেন সেঞ্চুরি। ম্যাক্সওয়েল খেলেন ৭৮ রানের ঝড়ো ইনিংস। এছাড়া হিড খেলেন ৫১ রানের ইনিংস। ওয়ার্নার ১৩০ রানের ইনিংসটি খেলেন ১১৯ বলে ১১ চার ও ২ ছক্কায়। গত ১৩ ইনিংসে এটা পঞ্চম সেঞ্চুরি ওয়ার্নারের। ম্যাক্সওয়েল ৭৮ রানের ইনিংস খেলেন মাত্র ৪৪ বলে ১০ চার ও এক ছক্কায়। হিড ৫১ রানের ইনিংস খেলেন ৩৬ বলে। অস্ট্রেলিয়ান ইনিংসের শেষ বলে উইকেট নিয়ে হাসান তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন ৫২ রানের খরচে। ৩৫৪ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৪৩.৫ ওভারে ২৬৭ রানে। শারজিল খান সর্বোচ্চ ৭৪ রান করেন। শোয়েব মালিক ৪৭ ও মোহাম্মদ হাফিজ ৪০ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজলওড ৫৪ রানে নেন ৩ উইকেট। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন ৫৫ রানে ৩ উইকেট।   

অস্ট্রেলিয়া : ৩৫৩/৬, ৫০ ওভার (খাজা ৩০, ওয়ার্নার ১৩০, স্মিথ ৪৯, হিড ৫১, ম্যাক্সওয়েল ৭৮, ওয়েড ৫। হাফিজ ০/৫৪, আমির ১/৭৫, হাসান ৫/৫২)।

পাকিস্তান : ২৬৭/১০, ৪৩.৫ ওভার (আজহার ৭, শারজিল ৭৪, বাবর ৩১, হাফিজ ৪০, মালিক ৪৭, আকমল ১১, রিজওয়ান ১০, ওয়াসিম ২৫। স্টার্ক ১/৪২, হ্যাজলওড ৩/৫৪, কামিন্স ১/৪৫, হিড ২/৬৬, জ্যাম্পা ৩/৫৫)

ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড ওয়ার্নার।

সর্বশেষ খবর