সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সেই রামোসে জয় রিয়ালের

ক্রীড়া ডেস্ক

সেই রামোসে জয় রিয়ালের

জয়ের নায়ক রামোসকে ঘিরে উল্লাস

দিন কয়েক আগে সবচেয়ে অর্থবান ক্লাবের শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে টানা দুই ম্যাচ হেরেছে সেভিয়া ও সেল্টা ভিগোর কাছে। ফলে হারের চক্করে ঘুরপাক খাচ্ছিল বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দল রিয়াল মাদ্রিদ। গেল সপ্তাহে সেভিয়ার কাছে ১-২ গোলে হেরেছিল। সেই ম্যাচে শেষ মুহূর্তে আত্মঘাতী গোল করে খলনায়ক হয়েছিলেন সার্জিও র‌্যামোস। এক সপ্তাহের ব্যবধানে এবার নায়ক বনে গেলেন র‌্যামোস জোড়া গোল করে। তার জোড়া গোলেই জয়ের কক্ষপথে ফিরেছে রিয়াল। শনিবার নিজ মাঠ বার্নাব্যুতে লা লিগায় র‌্যামোসের জোড়া গোলে ২-১ গোলে মালাগাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গত রবিবার সেভিয়ার কাছে হেরেছিল রিয়াল। এরপর বুধবার কোপা দেল রেতে সেল্টা ভিগোর কাছে রিয়াল হারে একই ব্যবধানে। জিদানের ইউরো সেরা দলটি কাল মরিয়া হয়েই খেলতে নামে। মালাগার পক্ষে গোলটি করেন জুয়ান অ্যানার।

বার্নাব্যুতে শুরুতেই এগিয়ে যেতে পারতো রিয়াল। ১২ মিনিটেই দুই গোলে এগিয়ে যেতে পারতো জিদানের শিষ্যরা। দশম মিনিটে দলের ফরাসি তারকা করিম বেনজামার হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। নিশ্চিত গোল বঞ্চিত হয় রিয়াল। দুই মিনিট পর ১২ মিনিটে টনি ক্রুসের রক্ষণভাগ চেড়া পাসে রোনালদো শট নেন। বল ঝাঁপিয়ে পড়া মালাগার গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসে। ১৬ মিনিটে বারপোষ্ট বাঁচিয়ে দেয় রিয়ালকে। বাঁ প্রান্ত দিয়ে মালাগার উরুগুয়ার মিডফিল্ডার চেরি কাস্ত্রোর আড়াআড়ি শট রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করলেও ডান বারপোষ্টে লেগে ফিরে যায়। ম্যাচ যখন আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল, তখনই ৩৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল। জার্মান মিডফিল্ডার ক্রুসের কর্নারে ভেসে আসা বলে জোরালো হেডে দলকে এগিয়ে নেন র‌্যামোস (১-০)। ৪৩ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন রামোস। ক্রুজের ফ্রি কিকে বল পেয়ে মাথা ঠাণ্ডা রেখে দলকে স্বস্তি এনে দেন (২-০)। রিয়াল অধিনায়ক র‌্যামোস এ নিয়ে এবারের লিগে এখন পর্যন্ত ৮ গোল করেছেন। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। ৬৩ মিনিটে গোল ব্যবধান কমান মালাগা। কাস্ত্রোর শট কোনোরকমে বিপদমুক্ত করেন রিয়াল গোলরক্ষক নাভাস। কিন্তু ফিরে আসা বলে মালাগার ভেনেজুয়েলিয়ান মিডফিল্ডার জুয়ান অ্যানার গোল ব্যবধান কমান (১-২)। পরের মিনিটেই নাভাস নিশ্চিত গোল থেকে রক্ষা করেন নাভাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর