সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিদায় নিলেন মারেও

ক্রীড়া ডেস্ক

বিদায় নিলেন মারেও

আগে বিদায় নিয়েছেন নোভাক জকোভিচ। এবার তার সঙ্গী হলেন অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ সেনসেসন মারে। ব্রিটিশ তারকাকে বিদায় করেছেন জার্মানির মিখা জেভেরেভ। অস্ট্রেলিয়ান ওপেনের সেরা ১৬ লড়াইয়ে মারেকে ৭-৫, ৫-৭, ৬-২ ও ৬-৪ গেমে বিদায় করে প্রথমবারের মতো কোনো গ্রান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে জায়গা নিলেন মিখা। জকোভিচের পর মারের বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেন এখন অনেকটাই তারকাশূন্য। শীর্ষ ৩২ বাছাইয়ের ২১ জনই ইতিমধ্যে বিদায় নিয়েছেন। টিকে আছেন ১১ জন। টিকে আছেন সাবেক দুই শীর্ষ বাছাই রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। সেরা আটে জায়গা নিতে ফেদেরারকে লড়তে হবে জাপানের নিশিকো কেইকোরির বিপক্ষে এবং নাদালের প্রতিপক্ষ ফরাসি তারকা গায়ের মনফ্লিস। ফেদেরার যদি জয় পান, তাহলে কোয়ার্টার ফাইনালে ফেদেরার প্রতিপক্ষ হিসেবে পাবেন মিখা জেভেরেভকেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর