মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কোয়ার্টার ফাইনালে সেরেনা

ক্রীড়া ডেস্ক

কোয়ার্টার ফাইনালে সেরেনা

বড় বোন ভেনাস উইলিয়ামস আগের দিনই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। গতকাল বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে শেষ আট নিশ্চিত করলেন মেয়েদের এককের দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে সেরেনা ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের বারবারাকে। ধীরে ধীরে ক্যারিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ডস্লাম শিরোপার দিকেই এগিয়ে চলেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। মেয়েদের এককে শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবার বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ড থেকেই। তৃতীয় বাছাই অ্যাগনিয়েস্কা র‌্যাডওয়ানস্কাও নেই। শীর্ষ দশের মধ্যে এখনো টিকে আছেন কেবল সেরেনা উইলিয়ামস, ক্যারোলিনা প্লিসকভা, গারবিন মুগুরুজা এবং ইয়োহানা কন্তা। সেরেনা উইলিয়ামসের মতো তারকার কাছে এরা নিতান্তই দুর্বল প্রতিপক্ষ। তাহলে কী এবারই স্টেফি গ্রাফকে পেছনে ফেলছেন এ মার্কিন তারকা! ২২টি করে গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে বর্তমানে সমান্তরালে আছেন স্টেফিগ্রাফ ও সেরেনা। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ তরুণী ইয়োহানা কন্তা। তিনি রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবেন কন্তা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভা অস্ট্রেলিয়ার গ্যাব্রিলোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন। জয় পেয়েছেন ক্রোয়েশিয়ার মিরিয়ানাও। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফারকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। পুরুষ এককে গতকাল চতুর্থ রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন বেলজিয়ামের ডেভিড গফিন। পুরুষ এককের ১১তম বাছাই অস্ট্রিয়ার থিয়েমকে ৫-৭, ৭-৬ (৭/৪), ৬-২, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। ১৫তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ উজবেকিস্তানের ইস্তোমিনকে ২-৬, ৭-৬ (৭/২), ৬-২, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। শেষ আটে দিমিত্রভ মুখোমুখি হবেন ডেভিড গফিনের। এদিকে শেষ আটে আজ রজার ফেদেরার জার্মানির মিসকার মুখোমুখি হচ্ছেন।

সর্বশেষ খবর