বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা সাকিব

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা সাকিব

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। ক্রাইস্টচার্চ টেস্টেও পুনরাবৃতি। প্রথম ইনিংসে ৫৯, পরের ইনিংসে ফের ব্যর্থ। তারপরও নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব আল হাসান। ২১৭, ১৬, ৫৯ ও ৮ রানের ইনিংস খেলায় টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে উঠেছেন। আগের চেয়ে একধাপ এগিয়ে সাকিব এখন র‌্যাঙ্কিংয়ের ২২ নম্বরে। বোলিংয়েও এগিয়েছেন এক ধাপ। ১৫ নম্বর থেকে এখন ১৪ নম্বরে সাকিব। ব্যাটিংয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন এক নম্বর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। বোলিংয়ে শীর্ষস্থানে ভারতের রবীচন্দন অশ্বিন। অশ্বিন আবার টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর। ওয়েলিংটনে সাকিব প্রথম ইনিংসে খেলেছিলেন ২১৭ রানের ইনিংস। ইনিংসটি শুধু বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চই নয়, ইনিংসটি খেলার পথে মুশফিকুর রহিমকে নিয়ে অনেকগুলো রেকর্ডও গড়েন জুটিতে। দ্বিতীয় ইনিংসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে ১৬ রানে সাজঘরে ফিরেন সাকিব। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংস ৫৯ ও দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন। দল হেরেছে। কিন্তু র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। ৬৫৬ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে। সাকিবের পরে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ২৮ নম্বর তামিমের পর ২৯ নম্বরে মুমিনুল ইসলাম। বোলিংয়ে ৬৭৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সাকিব। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ৪৪৩।

সর্বশেষ খবর