বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিসিবির চোখ জন্টি রোডসের দিকে

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ করেই ফিল্ডিংয়ে নাজুক পরিণতি বাংলাদেশের। নিউজিল্যান্ড ট্যুর ওয়ানডে, টি-২০ ও টেস্ট তিন ফরম্যাটে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ক্রিকেটে যতই উন্নতি ঘটুক না কেন নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয় কেউ প্রত্যাশাও করেননি। তবে ভালো লড়াইয়ে আশা ছিল। তা মাটি হয়ে গেছে দুর্বল ফিল্ডিংয়ে। তিন ফরম্যাটে অসংখ্য সহজ সহজ ক্যাচ ফেলেছে বাংলাদেশ। বিশেষ করে ওয়েলিংটন টেস্ট প্রথম চারদিন বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। কেউ কেউ জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে ওঠেন। কিন্তু ক্যাচ মিস সেই স্বপ্ন ভেঙে দেয়। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুব গুরুত্ব সহকারে ভাবছে। শুধু ক্যাচ নয়, ড্রাইভ দিতে গিয়ে ক্রিকেটাররা গুরুতর আহত হচ্ছেন। গতকাল মিডিয়াকে বেশ বিরক্ত সুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ড্রাইভ দিতে গিয়ে ইনজুরির শিকার হয়ে ক্রিকেটাররা খেলতে পারছে না। এবার নিউজিল্যান্ড সফরে সবাইতো দেখেছেন ক্রিকেটাররা কিভাবে ইনজুরির শিকার হয়েছেন। শেষ টেস্টে তিন নির্ভরযোগ্য তারকা মুশফিক, ইমরুল ও মুমিনুল খেলতে পারেননি। আমরা তাই একজন ফিল্ডিং পরামর্শক নিয়োগ দিতে চাই। এক্ষেত্রে আমরা দক্ষিণ আফ্রিকার সাবেক সাড়া জাগানো ক্রিকেটার জন্টি রোডসের ব্যাপারে আগ্রহী। বিষয়টি এখনো আলোচনার মধ্যে রয়েছে। পাপন বলেন, রোডস আসলে ড্রাইভ ও ক্যাচ ধরা ভালোভাবে শেখাতে পারবেন।

সর্বশেষ খবর