বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাঁচানো গেল না সাইক্লিস্ট পারুলকে

ক্রীড়া প্রতিবেদক

বাঁচানো গেল না সাইক্লিস্ট পারুলকে

না ফেরার দেশে চলে গেছেন সাইক্লিস্ট পারুল আক্তার। গলায় ফাঁস দেওয়ার পর থেকে ৯ দিন সাভারের ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে কাটিয়ে গতকাল ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও এক সন্তান রেখে গেছেন। ২০০২ সালে মাগুরা জেলার হয়ে সাইক্লিং খেলতে আসেন গঙ্গারামপুরের মেয়ে পারুল আক্তার। সেবার সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। বিজেএমসির কোচ আবদুল কুদ্দুসের হাত ধরে ২০০৭ সালে বিজেএমসিতে পেশাদারিত্বের পথে প্রবেশ করেন পারুল। এর দুই বছর পর বাংলাদেশ আনসার থেকে ডাক পান তিনি। এরপর গত ৭ বছরে সাইক্লিং থেকে দেশকে অনেক কিছুই দিয়েছেন তিনি। বিদেশের মাটি থেকে দেশের জন্য বয়ে এনেছেন অনেক সম্মান। তার মধ্যে ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে পদক জিতেছিলেন। ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদকও এনে দেন দেশকে।

সর্বশেষ খবর