বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ চারে সেরেনা

ক্রীড়া ডেস্ক

শেষ চারে সেরেনা

ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের এককের দ্বিতীয় বাছাই এ মার্কিন তারকা গতকাল ব্রিটিশ তরুণী ইয়োহাকা কন্তাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। শেষ চারে সেরেনা মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার অবাছাই মিরিয়ানা লুচ্চি ব্যারোনির। গতকাল কোয়ার্টার ফাইনালে মিরিয়ানা ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভাকে।

সেরেনার কাছে পরাজিত হওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন ব্রিটেনের ইয়োহানা কন্তা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্যন্ত টানা ৯টি ম্যাচ ও ১৮টি সেট জিতেন তিনি। কন্তাকে হারিয়ে দারুণ এক অর্জনের আরও কাছে চলে এসেছেন সেরেনা উইলিয়ামস। আর দুটি ধাপ পেরুতে পারলেই টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়বেন ৩৫ বছর বয়সী এই তারকা। মেয়েদের এককে অপর সেমিফাইনালে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস মুখোমুখি হবেন স্বদেশি কোকোর।

সেরেনা উইলিয়ামসের পুরনো প্রতিদ্বন্দ্বী মিরিয়ানা। ১৯৯৮ সালে দুজনের দেখা হয়েছিল উইম্বলডনে। সেবার সেরেনা ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছিলেন মিরিয়ানাকে। একই বছরে সিডনি টুর্নামেন্টে আবারও দেখা হয়েছিল দুজনের। সেবারও জিতেছিলেন সেরেনাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর