শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে গোছানো ক্রিকেট খেলবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ভারতে গোছানো ক্রিকেট খেলবে টাইগাররা

তামিম

নিউজিল্যান্ডে টানা হারের ধকল নিয়ে বুধবার রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৪৯ দিনের সফরে টেস্ট, টি-২০ ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই হেরেছেন তামিম ইকবালরা। লম্বা সফরের পর বিশ্রাম খুব একটা পাচ্ছেন না তামিমরা। ৩১ জানুয়ারি পুনরায় নেমে পড়ছেন মাঠে। ২ দিনের অনুশীলন শেষে ২ ফেব্রুয়ারি ভারতে একমাত্র টেস্ট খেলতে উড়ে যাবে বাংলাদেশ। এরপর পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ভিন্ন পরিবেশের নিউজিল্যান্ড সিরিজ কতটা সহায়তা করবে ভারত ও শ্রীলঙ্কা সফরে। সেটা প্রশ্নবিদ্ধ বিষয়। ঢাকায় পা রেখে পরশু রাতে মিডিয়ার মুখোমুখিতে ক্রাইস্টচার্চ টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া তামিম জানান, ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের প্রস্তুতি আরও ভালো থাকবে। ভারতের মাটিতে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজকে ভুলে তাই ভারত সফর নিয়েই ভাবতে চাইছেন তামিম, ‘নিউজিল্যান্ডে খুব একটা বেশি ভালো সিরিজ হয়নি আমাদের। সফরে একটি ম্যাচও জিতিনি। তাই বলে এটা নিয়ে বসে থাকলে চলবে না আমাদের। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই জরুরি।’ ভারতের হায়দরাবাদে একমাত্র টেস্টটি হবে ৯-১৩ ফেব্রুয়ারি। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত টানা ১৮ টেস্ট অপরাজিত। এমন একটি দল যখন প্রতিপক্ষ, তখন বাড়তি ভাবনা ভাবতেই হবে ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে যে ভুলগুলো করেছে, সেগুলো যেন ভারত ও শ্রীলঙ্কা সিরিজে না হয়, সেদিকেই নজর দিতে চাইছেন তামিম, ‘দুুই সপ্তাহের মধ্যেই আবার খেলতে নামব আমরা। শুরুতে ভারত এবং পরে শ্রীলঙ্কা। দুই দলের বিপক্ষে মাঠে নামার আগে ভুলগুলো বের করে শুধরে নিতে হবে।’

সর্বশেষ খবর