শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রীতি ম্যাচে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের ফুটবলারদের। তাদের জন্য ব্রাজিল-কলম্বিয়া এক প্রীতি ম্যাচে অংশ নেয় গতকাল। এ ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন পালমেইরাসের স্ট্রাইকার দুদু। কোচ টিটের অধীনে এ নিয়ে টানা সাতটি ম্যাচ জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত ২৮ নভেম্বর কোপা সাউদামেরিকানার ফাইনাল খেলতে কলম্বিয়ার পথে থাকা ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমান বিধ্বস্ত হলে ৭১ জনের মৃত্যু হয়। বেঁচে যান মাত্র ৬ জন। এর মধ্যে শাপকোয়েনসের তিন জন ফুটবলার বেঁচেছিলেন। বাকি সবাই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে আয়োজিত ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে দর্শকসংখ্যা আশানুরূপ ছিল না। ৪৫ হাজার আসন সংখ্যার স্টেডিয়ামে উপস্থিত ছিল মাত্র ১৮ হাজার ৬৯৫ জন। তবে খেলোয়াড় ও সমর্থকদের জন্য ম্যাচটি ছিল অনেক আবেগের। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিন ফুটবলার ডিফেন্ডার নেতো, অ্যালান রুসকেল ও গোলরক্ষক জ্যাকসন ফোলমান ও রেডিও ধারাভাষ্যকার রাফায়েল হেনজেলকে ম্যাচের আগে পরিচয় করিয়ে দেওয়া হয়। এক পা হারানো গোলরক্ষক ফোলমান হুইলচেয়ারে করে মাঠে আসেন। অন্য দুই খেলোয়াড় অনুশীলনে ফিরেছেন। হেনজেল এই ম্যাচে ও গ্লোবো টেলিভিশনের হয়ে ধারাভাষ্য দেন।

সর্বশেষ খবর