শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রিয়ালের বিদায়

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের দুরন্তপনা বুঝি শেষ হয়ে গেল। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর দলটা কেমন ঝিমিয়ে গেল! একের পর এক ব্যর্থতা জিনেদিন জিদানের দলটাকে যেন চেপে ধরেছে। গত পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় কেবল ১টা! বুধবার কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনালে সেল্টা ভিগোর মাঠে খেলতে গিয়ে ২-২ গোলে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোসরা। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগো ২-১ গোলে জিতেছিল। দুই লেগে ৪-৩ ব্যবধানে জিতে কোপা দেল রে কাপের সেমিফাইনালে উঠে গেছে সেল্টা ভিগো। ড্যানিলোর আত্মঘাতী গোলে প্রথমার্ধেই পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অবশ্য ফ্রি কিক থেকে করা ক্রিস্টিয়ানো রোনালদোর দুরন্ত গোল রিয়ালকে সমতায় ফিরিয়েছিল। তবে ওয়াসের গোলে আবারও এগিয়ে যায় সেল্টা ভিগো। ম্যাচের শেষ মিনিটে ভাজকুয়েজের গোলে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। ২-২ গোলের ড্রতে কোনো কাজ হয়নি। রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে হারের মাসুল দিতেই হলো।

এদিকে কোপা দেল রে কাপে বুধবার কোয়ার্টার ফাইনালের বাধা পাড়ি দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা অ্যাইবারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। অ্যাটলেটিকোর পক্ষে গোল করেছেন জিমেনিজ ও হুয়ানফ্র্যান। ড্র করলেও প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয় পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর