শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুখোমুখি ভেনাস-সেরেনা

ক্রীড়া ডেস্ক

মুখোমুখি ভেনাস-সেরেনা

আরও একটি উইলিয়ামস বোনদের ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল শেষে হয়তো এমন ছবি ফের দেখা যাবে —ফাইল ছবি

উইলিয়ামস পরিবার কঠিন এক সংকটেই পড়তে যাচ্ছে আজ। মেলবোর্নের রড লেভার এরিনার গ্যালারিতে বসে ভেনাস-সেরেনার মা আজ কাকে সমর্থন দেবেন! ভেনাসকে নাকি ছোট মেয়ে সেরেনাকে! উইলিয়ামস পরিবারের দুই মেয়ে গ্র্যান্ডস্লাম ফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০০১ সালের ইউএস ওপেনে। সেবার জিতেছিলেন ভেনাস উইলিয়ামস। তবে ছোট বোনকে গ্র্যান্ডস্লাম ফাইনালে হারিয়ে মনে হয় বেশ খারাপই লেগেছিল ভেনাসের। গ্র্যান্ডস্লাম ফাইনালে এরপর আরও সাতবার মুখোমুখি হয়েছেন দুই বোন। এর মধ্যে ছয়বারই জিতেছেন সেরেনা উইলিয়ামস। আর প্রতিবারই পরাজয়ের পর ছোট বোনকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভেনাস। এ যেন তারই জয় ছিল। ছোট বোনের মুখে হাসি ফুটিয়ে বারবারই হেসেছেন ভেনাস। আজ কী হতে যাচ্ছে! আরও একবার সেরেনার মুখে হাসি ফোটাতে আত্মবিসর্জন দেবেন ভেনাস! নাকি গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের দীর্ঘদিনের ক্ষুধাটা নিবৃত্ত

করতে বড় বোনকে সাহায্য করবেন সেরেনা! দুই বোন সর্বশেষ গ্র্যান্ডস্লাম ফাইনালে মুখোমুখি হয়েছেন ২০০৯ সালে। উইম্বলডনের সেই ফাইনালে সেরেনা জিতেছিলেন ৭-৬, ৬-২ গেমে। অবশ্য এর আগের বছর উইম্বলডনেই সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্লাম শিরোপাটা জিতেছিলেন ভেনাস। ক্যারিয়ারে মোট ৭টা গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে। সেরেনা জিতেছেন ২২টি। অস্ট্রেলিয়ান ওপেনে এবার জিতলেই তিনি ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী হতে পারবেন। বর্তমানে স্টেফি গ্রাফের (২২টি) সমান্তরালে আছেন সেরেনা। অন্যদিকে এখনো অস্ট্রেলিয়ান ওপেন জয় করতে পারেননি ভেনাস। ২০০৩ সালে এখানেই সেরেনার কাছে ফাইনালে হেরেছিলেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে। আজ সেরেনাকে হারিয়ে কি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয় করতে পারবেন তিনি!

দুই বোনের লড়াইটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনেই। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেরেনাকে হারিয়েছিলেন ভেনাস। এরপর থেকে দুই বোন ২৭ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ১৬ বারই জিতেছেন সেরেনা। ভেনাস জিতেছেন ১১ বার। এবার কী হতে যাচ্ছে! বিষয়টা নিয়ে সেরেনা বলছেন, ‘আমি সত্যিই কী হবে তা নিয়ে ভাবছি না। যাই ঘটুক আমাদের পরাজয় হবে না। আমিও হারব না। ভেনাসও হারবে না। এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত হতে যাচ্ছে।’ সেরেনার মতে, জয়টা উদযাপন করবেন দুই বোন মিলেই। সুতরাং এখানে পরাজয়ের কষ্টটা থাকছে না। প্রায় আট বছর পর দুই বোন গ্র্যান্ডস্লাম ফাইনালে মুখোমুখি হচ্ছেন। তবে সেরেনা বলছেন, গ্র্যান্ডস্লাম ফাইনালে আবার দুই বোনের দেখা হবে, এই বিশ্বাস নাকি দুজনেরই ছিল। ভেনাস তো ছোট বোনের প্রশংসা করেই বক্তব্য শেষ করেছেন। ‘সেরেনার বিপক্ষে খেলার সময় আমার মনে হয় আমি সত্যিই সেরা একজনের সঙ্গে খেলছি।’ ভেনাসের মতে, টেনিসের সেরা সেরেনাই।

দুই বোনের ফাইনাল উইলিয়ামস পরিবারের জন্য বেশ আনন্দেরই। তবে টেনিস ভক্তদের জন্যও এই ফাইনাল এক দারুণ ব্যাপার হতে যাচ্ছে।

সর্বশেষ খবর