শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফেদেরার-নাদাল ফাইনাল

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেন এবার টেনিস ভক্তদের জন্য অনেক কিছুই দিচ্ছে। উইলিয়ামস বোনদের ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। এবার ফেদেরার-নাদাল ফাইনাল নিশ্চিত হলো পুরুষ এককে। সুইস কিংবদন্তি রজার ফেদেরারের পর এবার ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল। গতকাল সেমিফাইনালে নাদাল পাঁচ সেটের দীর্ঘ ম্যাচে পরাজিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। ইনজুরি থেকে ফিরে আসার পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করলেন স্প্যানিশ তারকা নাদাল। তিনি দিমিত্রভকে ৬-৩, ৫-৭, ৭-৬ (৭/৫), ৬-৭ (৪/৭), ৬-৪ গেমে হারিয়েছেন। এ জয়ে টেনিস ভক্তরা আরও একবার ফেদেরার-নাদাল দ্বৈরথ দেখার সুযোগ পেলেন। সর্বশেষ ২০১৫ সালে ব্যাসেল টুর্নামেন্টের ফাইনালে নাদালের মুখোমুখি হয়েছিলেন ফেদেরার। সেবার জিতেছিলেন ফেদেরারই। তবে দুজনের মধ্যে ৩৪ বারের লড়াইয়ে নাদাল জিতেছেন ২৩ বার। মাত্র ১১ বার জিতেছেন ফেদেরার। সর্বশেষ দুজন গ্র্যান্ডস্লাম ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনে। সেবার নাদাল জিতেছিলেন তিন ঘণ্টা চল্লিশ মিনিট লড়াই করে। এবার কী হতে যাচ্ছে? নাদালই কি জিততে যাচ্ছেন! নাকি রজার ফেদেরার ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লাম শিরোপা ঘরে তুলতে পারবেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর