রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফেদেরার না নাদাল?

ক্রীড়া ডেস্ক

নাদাল তখন ২০ বছরের তরুণ। ফেদেরার ততোদিনে ৭টা গ্র্যান্ডস্লাম জিতেছেন। পিট সাম্প্রাস আর আন্দ্রে আগাসিদের পর নতুন করে টেনিসকে সংজ্ঞায়িত করে চলেছেন তিনি। কিন্তু তরুণ নাদাল এসব রেকর্ডকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ট্রফি জয়ের পথে ফেদেরারের মতো তারকাকেও হারিয়ে দিলেন তিনি। গ্র্যান্ডস্লাম ফাইনালে ফেদেরার-নাদাল দ্বৈরথের শুরু তখন থেকেই। এরপর আরও সাতবার দুজন গ্র্যান্ডস্লাম ফাইনালে মুখোমুখি হয়েছেন। সবমিলিয়ে ৮টির মধ্যে নাদালই জিতেছেন ৬টিতে! এর মধ্যে ফ্রেঞ্চ ওপেনেই চারটি! এই অস্ট্রেলিয়ান ওপেনেও ফেদেরারকে হারিয়ে ট্রফি জিতেছেন নাদাল। ২০০৯ সালে এই ফাইনালেই ফেদেরার হেরেছিলেন। এবার কী হতে যাচ্ছে! আজ দুপুর আড়াইটায় রড লেভার এরিনাতে মুখোমুখি হচ্ছেন দুই প্রিয় বন্ধু। ফেদেরারের সামনে ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি। অন্যদিকে নাদালের সামনে ১৫তম গ্র্যান্ডস্লাম জিতে পিট সাম্প্রাসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। পাশাপাশি ফেদেরারের আরও কাছাকাছি হতে পারবেন নাদাল। ভক্তদের জন্য ফেদেরার-নাদাল দ্বৈরথ দারুণ ব্যাপার। অসম্ভব উত্তেজনা ছড়ায় এ ম্যাচ। বেশিরভাগ ম্যাচের ফলাফলই শেষ হয়েছে ৫ সেটে! ২০০৭ সালের উইম্বলডন        ফাইনালে এক মহাকাব্যিক ম্যাচই দেখেছিলেন ভক্তরা।

 টেনিস ইতিহাসে যে কয়টা মহাকাব্যিক ম্যাচ হয়েছে তার বেশিরভাগই ফেদেরার-নাদালের। আরও একটা মহাকাব্যিক ম্যাচ কী দেখতে পারবেন ভক্তরা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর