সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক ম্যাচ নিষিদ্ধ আজহার

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তান হেরে যায় ৫৭ রানের বড় ব্যবধানে। পুরো সিরিজ হারে ৪-১ ব্যবধানে। শেষ ওয়ানডেতে ধীরগতিতে বোলিং করায় জরিমানা গুনছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করেছিল পাকিস্তান।

ধীরগতিতে বোলিং করায় আজহারকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচ। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুনতে হচ্ছে তাকে। দলের বাকি সদস্যদের কাটা হচ্ছে ম্যাচ ফির ২০ শতাংশ। এর আগেও একবার ধীরগতিতে বোলিং করায় জরিমানা গুনেছিলেন আজহার। গত ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে এক ওভার বোলিং কম করায় জরিমানা গুনেছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টেও ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা গুনেছিলেন আজহার। টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ-উল হকের জায়গায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর