মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কার কত প্রাইজমানি

ক্রীড়া ডেস্ক

কার কত প্রাইজমানি

রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস

দীর্ঘদিন ধরে রজার ফেদেরারের কাছে সাংবাদিকদের সাধারণ প্রশ্ন ছিল, অবসরে যাচ্ছেন কবে? গত সাত বছরে প্রশ্নটা শুনতে শুনতে বিরক্ত ফেদেরার। অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর এ প্রশ্নের তীব্রতা যেন আরও বাড়ল। তবে ফেদেরার এখনো অবসরের ব্যাপারটা ভবিষ্যতের ঘাড়েই চাপিয়ে রেখেছেন। সদ্য অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সেরেনা উইলিয়ামসও এ ব্যাপারে নীরব। আর নীরব থাকবেন না কেন! দুজনেই আছেন দুরন্ত ফর্মে। আরও দুয়েকটা গ্র্যান্ডস্লাম জয়ের সামর্থ্যও তো রয়েছে দুজনেরই।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে রজার ফেদেরার দারুণ এক রেকর্ডে নোভাক জকোভিচের সঙ্গী হলেন। টেনিস ইতিহাসের প্রথম তারকা হিসেবে ১০০ মিলিয়ন ডলার প্রাইজমানি আগেই জিতেছিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। এবার তাকে স্পর্শ করলেন রজার ফেদেরারও। অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি যোগ হতেই তার মোট প্রাইজমানি দাঁড়াল ১০১.৬ মিলিয়ন মার্কিন ডলার (৮০৭ কোটি টাকা প্রায়)। ১০৭.৯ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি জিতে অবশ্য এখনো সবার উপরে অবস্থান করছেন নোভাক জকোভিচই। পুরুষ এককে প্রাইজমানি সংগ্রহের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন ১৪টি গ্র্যান্ডস্লামজয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল (৮০.৬ মিলিয়ন মার্কিন ডলার)। তবে অবাক ব্যাপার হলো নারী-পুরুষ মিলিয়ে সেরেনা উইলিয়ামস অবস্থান করছেন নাদালকে ছাড়িয়ে তিন নম্বরে! ২৩টি গ্র্যান্ডস্লামজয়ী এ মার্কিন তারকার প্রাইজমানি ৮৪.৪৬ মিলিয়ন মার্কিন ডলার! অবাক ব্যাপার হলো মেয়েদের এককে সেরেনার কাছাকাছিও কেউ নেই! দ্বিতীয় স্থানে থাকা রুশ সুন্দরী মারিয়া শারাপোভার প্রাইজমানি ৩৬.৪৮ মিলিয়ন মার্কিন ডলার। সেরেনার চেয়েও প্রায় ৪৮ মিলিয়ন মার্কিন ডলার কম! পরিবার হিসেবে উইলিয়ামস পরিবার অবশ্য টেনিস দুনিয়ায় সবার উপরে অবস্থান করছে। সেরেনা ও ভেনাসের মোট প্রাইজমানি ১২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর