মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশ

জিমিদের নিয়ে আশাবাদী অলিভার

ক্রীড়া প্রতিবেদক

আগে যাই হোক না কেন এখন খেলোয়াড়দের প্রস্তুতির ব্যাপারে হকি ফেডারেশন বেশ সতর্ক। জোড়াতালি দিয়ে অনুশীলনে মাঠে নামছে না খেলোয়াড়রা। মার্চে ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ। ভালো ফলের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে থেকেই। বিকেএসপিতে চলছে আবাসিক ক্যাম্প। প্রথম দিকে ফেডারেশনের সঙ্গে চুক্তি না হওয়ায় হেড কোচ জার্মানির অলিভার কার্টেজ যোগ দিতে পারেননি। এখন তিনিই খেলোয়াড়দের ঝালাই করে নিচ্ছেন। জিমি চয়নদের অনুশীলনে বেশ খুশি অলিভার। বললেন, ছেলেরা ভালোই করছে। যা ব্রিফ করছি অল্পতেই বুঝে নিচ্ছে। বেশ কজন মেধাবী খেলোয়াড় রয়েছেন। যাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। অনুশীলনে যা করছে তা যদি ধরে রাখতে পারে তাহলে ওয়ার্ল্ড হকি লিগে অবশ্যই ভালো খেলবে।  টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি ম্যাচের তাগাদা দিয়েছেন অলিভার কার্টেজ।

সর্বশেষ খবর