Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৬
তিন তারকার ফিটনেস ঝালাই
ক্রীড়া প্রতিবেদক
তিন তারকার ফিটনেস ঝালাই

মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। বাংলাদেশের ক্রিকেটে তিন নির্ভরযোগ্য তারকা। টেস্ট ক্রিকেটে তাদের ছাড়া দল আশাই করা যায় না। মুশফিকতো এখন টেস্টের অধিনায়ক। নিউজিল্যান্ডে তিনজনই উড়ে গিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে তাদের ছাড়াই দ্বিতীয় বা শেষ টেস্টে বাংলাদেশকে মাঠে নামতে হয়। ৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু। বাংলাদেশ ও ভারতের টেস্টের লড়াই নতুন নয়। ২০০০ সালে টেস্টে বাংলাদেশের অভিষেকই হয়েছিল ভারতের বিপক্ষে। কিন্তু সব কটি ছিল বাংলাদেশেই। ভারতের মাটিতে কখনো টেস্ট খেলা হয়নি। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। অথচ ইনজুরির কারণে তিন নির্ভরযোগ্য তারকা এই ঐতিহাসিক টেস্ট খেলতে পারবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যায় না। নিজেদের ফিট প্রমাণ করতে মুশফিক, ইমরুল ও মুমিনুল গতকাল নেটে অনুশীলনে অংশ নেন। ব্যাটিংয়ের সময় তাদের আত্মবিশ্বাসীই মনে হয়েছে।

up-arrow