বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে দিন গণনা শুরু

আর মাত্র ৫০০ দিন

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে দিন গণনা শুরু

আর মাত্র ৫০০ দিন বাকি রাশিয়া বিশ্বকাপের। রুশ শহর নিঝনি নভগরদ, সোচি, সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোতে হাজারও ফুটবলভক্ত জড়ো হয়েছিল গতকাল বিশ্বকাপের ক্ষণ গণনায়। রাশিয়ায় প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। ১১টি শহরের মোট ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামগুলোর বেশিরভাগই এখনো নির্মাণাধীন। নতুন করে নির্মাণ করা হয়েছে প্রায় সবগুলোই। পুরনো দুয়েকটা থাকলেও সেগুলোকে নতুন রূপ দেওয়া হচ্ছে। আগামী বছরের ১৪ জুন শুরু হবে বিশ্বকাপের আসর। সেই হিসেবে গতকাল ৫০০ দিন গণনা অনুষ্ঠিত হয় রাশিয়া। আনুষ্ঠানিকভাবে এই ক্ষণ গণনার আয়োজন করা হয় রুশ শহর কলিনিনগার্দ এবং ইকাটেরিনবার্গে। সেখানে বিশালাকারের কাউন্ড-ডাউন ঘড়িও স্থাপন করা হয়েছে। সোচিতে ভক্তরা ফায়ার এবং আইস শোতে অংশ নিয়েছে। তুষার দিয়ে ‘৫০০’ লেখা হয়েছে সোচিতে। অন্যান্য শহরেও নিজেদের মতো করে অনুষ্ঠানটি সাজিয়েছে ভক্তরা। মস্কোতে ২০০০ শ্রমিক কঠোর পরিশ্রম করে সাজিয়ে তুলছে লুঝনিকি স্টেডিয়ামে। এখানেই ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়ামে ৩ হাজার আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। ১৯৮০ সালে এখানেই আয়োজিত হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। অবশ্য বিশ্বকাপের আগেই রাশিয়াকে পরীক্ষা দিতে হবে ফিফা কনফেডারেশনস কাপ দিয়ে। এই জুনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফেডারেশন্স কাপ।

সর্বশেষ খবর