বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার দুবাই ক্লাবে খেলবেন সাবিনা

ক্রীড়া প্রতিবেদক

এবার দুবাই ক্লাবে খেলবেন সাবিনা

১৯৯০ সালে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নেমে হিরো বনে যান বাংলাদেশের ফুটবলার মোনেম মুন্না। তার অসাধারণ নৈপুণ্য কলকাতা দর্শকদের মুগ্ধ করে ছাড়ে। বাংলাদেশের আরও ফুটবলার বিদেশে লিগে খেলেন কিন্তু মুন্নার মতো সুনাম কুড়াতে পারেননি। তবে মহিলা ফুটবলার হিসেবে ২০১৫ সালে মালদ্বীপ ঘরোয়া আসরে খেলে মাঠ মাতিয়ে আছেন সাবিনা খাতুন। এবার মধ্যপ্রাচ্যে দুবাইয়ের ক্লাবে ডাক পেলেন বাংলাদেশর এই গোল কন্যা। দুবাইয়ের রোসোনারি এএফসিতে ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশের অধিনায়ক। তার সঙ্গে এই ক্লাবের আলোচনা প্রায় চূড়ান্ত। এখন শুধু ভিসার জন্য অপেক্ষা। দুবাই লিগে খেলতে পারলে নতুন এক ইতিহাস গড়বেন সাবিনা। কেননা বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারই মধ্যপ্রাচ্যের ক্লাবে খেলেননি।

২০১৫ সালে মালদ্বীপে খেলেছেন পুলিশ ক্লাবের হয়ে। মালদ্বীপ উইমেন্স ফুটসান দিয়েগো টুর্নামেন্টে গোল আর হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করে মাঠ মাতান। ৬ ম্যাচে ৩৭ গোল করেন সাবিনা। যা ফুটবলে যে কোনো টুর্নামেন্টে বিশ্ব রেকর্ডও বলা যায়।

সর্বশেষ খবর