শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হায়দরাবাদে মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক

হায়দরাবাদে মুশফিকরা

হায়দরাবাদ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে খুবই পরিচিত একটি স্থান। এ দেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হায়দরাবাদ। ১৯ বছর আগে, ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে এই মাঠে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা বাংলাদেশের প্রথম জয়। সেই হায়দরাবাদে বাংলাদেশ টেস্ট খেলবে। ৯-১৩ ফেব্রুয়ারি টেস্টটি আবার ঐতিহাসিক। ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। ভারতের মাটিতে এই প্রথম বাইলেটারাল টেস্ট খেলবে বাংলাদেশ, তাই টেস্টটির আবেদন, মাহাত্ম্য একেবারেই আলাদা। একমাত্র টেস্টটি খেলতে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা গতকাল হায়দরাবাদ পৌঁছায়। টেস্টটি খেলতে মুশফিকবাহিনী গতকাল সকাল ১২টায় ঢাকা ছাড়ে। ইইউএস বাংলা এয়ারে টাইগাররা প্রথমে কলকাতায় পা রাখে। সেখানে তিন ঘণ্টার ট্রানজিট শেষে হায়দরাবাদ পৌঁছায়। রাতে বিশ্রাম নিয়ে আজ অনুশীলন করবেন মুশফিকরা। ৫, ৬ ফেব্রুয়ারি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ‘এ’।         

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর