রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচ শুরু আজ

হায়দরাবাদে অনুশীলনে মুশফিক, রাব্বি ও তাসকিন —এএফপি

হায়দরাবাদে এখন গ্রীষ্মকাল নয়। আবার ঠাণ্ডাও নেই। বাতাস আছে। কিন্তু আর্দ্রতা কম। তাই গরম তেমন গায়ে লাগছে না ক্রিকেটারদের। মন ভোলানো এমন সুন্দর আবহাওয়ায় গতকাল সকালে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিকুর রহিমের নেতৃত্বে টাইগাররা এখন হায়দরাবাদে ঐতিহাসিক টেস্ট খেলার অপেক্ষায়। নিজামের শহরে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টটি ৯-১৩ ফেব্রুয়ারি। ১৭ বছর আগে অভিষেক হলেও ভারতের মাটিতে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এই হায়দরাবাদেই আবার ১৯ বছর আগে ১৯৯৮ সালে নিজেদের প্রথম ওয়ানডে জিতেছিল টাইগাররা। টেস্ট খেলতে নামার আগে হায়দরাবাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুদিন অনুশীলন করেছে ক্রিকেটাররা। এই অনুশীলনের অভিজ্ঞতা নিয়েই আজ থেকে সেকেন্দ্রোবাদ জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে নামছে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে। শুধুমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলাতেই হঠাৎ দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে গেম ডেভেলপমেন্টের সুইং বোলার আবু জায়েদ রাহীকে। প্রস্তুতি ম্যাচটি খেলেই তিনি আবার ফিরবেন দেশে। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মুশফিকুর রহিম। স্বাগতিক দলের নেতৃত্বে থাকবেন অভিনব মুকুন্দ। ফিট না থাকায় দলের সঙ্গে ভারত সফরে যাননি মুস্তাফিজুর রহমান। না যেয়েও তিনি রয়েছেন দলের সঙ্গে। সাকিব আল হাসান বেশ পরিচিত মুখ ভারতে। পাঁচ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে নিয়মিত খেলছেন আইপিএল।

কিন্তু হায়দরাবাদে পরিচিত মুখ মুস্তাফিজ। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম নায়ক কাটার মাস্টার। তিনি নেই টাইগারদের সঙ্গে ঐতিহাসিক টেস্ট খেলতে। না থাকলেও তার অভাবটা বেশ অনুভব করছেন ক্রিকেটাররা। গতকাল সকালে অনুশীলন শেষে ‘স্পিড স্টার’ তাসকিন আহমেদ সরাসরিই মুস্তাফিজের অভাব অনুভবের কথা বলেছেন মিডিয়ার মুখোমুখিতে, ‘জাতীয় দলে এখন অনেক পেস বোলার খেলছে। নতুন নতুন মুখও আসছে। সবাই খুব সম্ভাবনাময়ী। এদের সামর্থ্য সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা সত্যি যে, মুস্তাফিজকে আমরা এখানে মিস করছি।’ মুস্তাফিজ হাতের তালুর মতো চিনেন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট, আউট ফিল্ড। সানরাইজার্সের ক্যাম্প হতো এখানেই। মুস্তাফিজকে মিস করার কথাই শুধু বলেননি তাসকিন, তাকে একজন জেনুইন ম্যাচ উইনারও বলেন স্পিড স্টার, ‘মুস্তাফিজ হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা পেসার। যে কোনো ম্যাচের পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। আমাদের দুর্ভাগ্য যে, টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নয় সে। তবে আশা করছি দ্রুতই সে ফিরবে এবং আমরা একসঙ্গে আবার বোলিং করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর