শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফাইনালে বার্সা

ক্রীড়া ডেস্ক

ফাইনালে বার্সা

কোপা দেল রে কাপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এল। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে কাতালানরা ন্যু ক্যাম্পে ৯ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। লুইস সুয়ারেজের গোলের পর গ্যামেরিওর গোলে সমতায় ফিরে অ্যাটলেটিকো। তবে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালানরা জিতলেও রেফারির লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লুইস সুয়ারেজ এবং সার্জিও রবার্তো। অ্যাটলেটিকো মাদ্রিদের ফেরেইরাও লাল কার্ড পেয়েছেন। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড এবং তিনটি লাল কার্ড দিয়েছেন রেফারি। অবশ্য ফাইনাল নিশ্চিত হওয়ায় সবকিছুই ভুলে গেছে বার্সেলোনা। কোচ এনরিকে বলেছেন, ‘যোগ্য হিসেবেই বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করেছে।’ কোপা দেল রে কাপের ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হতে পারে লুইস এনরিকের সাবেক ক্লাব সেল্টা ভিগোর। অবশ্য অ্যালভেসও প্রথমবারের মতো কোপা দেল রে কাপের ফাইনাল খেলতে পারে। দুই দলের সেমিফাইনালের প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছে। গত রাতে যারা জিতেছে ফাইনাল খেলবে তারাই। এদিকে জার্মান বুন্দেসলিগায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার তারা উলফসবার্গকে ১-০ গোলে হারিয়েছে।

শেষ আটে বায়ার্ন মিউনিখের সঙ্গী হয়েছে আরমেনিয়া বিলফিল্ড, বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ এবং হ্যামবুর্গ। আরমেনিয়া বিলফিল্ড অ্যাস্টোরিয়া ওয়ালডর্ফের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে। বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ ২-০ গোলে হারিয়েছে গ্রুথার ফোর্থকে। অন্যদিকে হ্যামবুর্গ ২-০ গোলে হারিয়েছে কোলনকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর