শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফিফার দূত ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ফিফায় কাজ করে ফুটবলের প্রসারে ভূমিকা রাখার ইচ্ছেটা বহুদিনের। তবে সেপ ব্ল্যাটার ম্যারাডোনাকে ফিফায় ঘেঁষতে দেননি তেমন একটা। এই নিয়ে কম সমালোচনা করেননি ম্যারাডোনা। অবশেষে ফিফায় যুক্ত হওয়ার সুযোগ পেলেন ম্যারাডোনা।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দূত হিসেবে কাজ করবেন ম্যারাডোনা। তবে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে নারাজ ম্যারাডোনা। তিনি ফিফার বর্তমান কমিটিতে যোগ দিতে আগ্রহী। গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমনকি ম্যারাডোনাও প্রার্থী হতে চেয়েছিলেন। ফুটবলে দুর্নীতি রুখতে ভূমিকা রাখতে চান এ আর্জেন্টাইন তারকা। ফিফা দুর্নীতির অভিযোগে সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারকে নিষিদ্ধ করা হয়েছে। ফিফাকে নতুন রূপে গড়ে তুলতে চান বর্তমান সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। এরই মধ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বদলে দিয়েছেন সেপ ব্ল্যাটারের অনেক কিছুই। বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে এবার। ৩২ দল থেকে বিশ্বকাপ হবে ৪৮ দলের। জিয়ানি ইনফ্যান্টিনোর পরিবর্তনের মধ্যে ম্যারাডোনাকে ফিফায় নিয়ে আসাও একটা বড় বিষয়। এর আগে প্রায় সব সময়ই ফিফায় অবহেলিত ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। দেখা যাক, এবার ফিফায় ম্যারাডোনার সময়টা কেমন কাটে!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর