শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সুপারক্ল্যাসিকো মেলবোর্নে

ক্রীড়া ডেস্ক

‘হার্ট অব ক্রিকেট’ হিসেবে পরিচিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফুটবলের সুপারক্ল্যাসিকো দেখতে পাবেন ভক্তরা আগামী জুনে। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়ামে খেলতে নামবেন লিওনেল মেসি এবং নেইমার। তবে এখানে বার্সেলোনার বন্ধুত্ব ভুলে যাবেন দুজন। অস্ট্রেলিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে দারুণ উত্তেজনা। অস্ট্রেলিয়ার পর্যটকমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বলেছেন, ‘ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চেয়ে বড় কোনো আয়োজন নেই। আর এবার এটা মেলবোর্নে হচ্ছে।’ ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্ল্যাসিকো মেলবোর্নে অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন। এ ম্যাচ দেখেই অস্ট্রেলিয়া ফিফা কনফেডারেশন্স কাপ খেলতে যাবে রাশিয়ায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক যুগ আগে খেলেছেন লিওনেল মেসি। সেবার আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। সুপারক্ল্যাসিকোর পর অবশ্য অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিল অথবা আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে বলেও আশা করছে অস্ট্রেলিয়া।

এদিকে সুপারক্ল্যাসিকোতে দীর্ঘদিন ধরেই জয় পাচ্ছে না আর্জেন্টিনা। সর্বশেষ তারা ২০১২ সালে ব্রাজিলকে হারিয়েছিল। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে গত নভেম্বরে ৩-০ গোলে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। পঞ্চমে অবস্থান করছে আর্জেন্টিনা।

সর্বশেষ খবর