বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেশে প্রথম স্পোর্টস ডিগ্রি চালু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্পোর্টস ডিগ্রি চালু করেছে বিএসি ইন্টারন্যাশনাল স্ট্যাডি সেন্টার। ক্রীড়া বিজ্ঞানে প্রায়োগিক জ্ঞান দিয়ে সুশিক্ষিত খেলোয়াড় তৈরি করার এই ডিগ্রি মূল উদ্দেশ্য।  গতকাল রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কোর্সের বিস্তারিত তুলে ধরেন বিএসি স্ট্যাডি সেন্টারে চেয়ারম্যান অধ্যাপক হারুন-অর-রশিদ।  সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিটেনের এডেক্সেল কারিকুলাম অনুযায়ী ‘ও’ লেভেলকে ফার্স্ট ডিপ্লোমা (এফডি), ‘এ’ লেভেলকে ন্যাশনাল ডিপ্লোমা (এনডি) এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ সমমানকে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা (এইচএনডি) ধরা হয়েছে। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা ইউকে’র ডার্বি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ম্যানেজমেন্ট-এ বিএ অনার্স ডিগ্রি অথবা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ইউকেসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে।

সর্বশেষ খবর