বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় রোল বল বিশ্বকাপ

পর্দা উঠছে শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় রোল বল বিশ্বকাপ

রোল বল খেলা বাংলাদেশের অনেকের কাছেই একেবারে অপরিচিত। তবু রোল বলের বিশ্বকাপের আয়োজন করছে বাংলাদেশ। যেনতেনভাবে নয়, বাংলাদেশসহ ৪০টি দেশ এতে অংশ নেবে। বিশ্বকাপ ক্রিকেটের পর এটাই বাংলাদেশে কোনো খেলায় মূল বিশ্বকাপের আয়োজন। আগামীকালই পর্দা উঠছে রোল বল বিশ্বকাপের। পল্টন ময়দানে নির্মিত শেখ রাসেল কমপ্লেক্সে এই আকর্ষণীয় লড়াই হবে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ২৩ ফেব্রুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে ভারত, আইভরি কোস্ট, সিয়েরালিওন, ওমান, ইংল্যান্ড, উগান্ডা, মিসর, ইরান, আর্জেন্টিনা, তানজানিয়া, লার্টভিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রুয়ান্ডা, গিনি, মিয়ানমার, ভুটান, ফিজি, হংকং, ফ্রান্স, চীন, বেনিন, নেপাল, থাইল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, সেনেগাল, বেলারুশ, তুরস্ক, সৌদি আরব, উরুগুয়ে, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, জাম্বিয়া, স্লোভানিয়া ও ফিলিপাইন অংশ নেবে। অপ্রচলিত এই খেলার প্রথম বিশ্বকাপ হয় ২০১১ সালে। এরপর ২০১৩ ও ২০১৫ সালে। গত তিন আসরে বাংলাদেশের সেরা অর্জন সপ্তম হওয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর