বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার শহীদ

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি বিন মর্তুজার চিকিৎসক হিসেবে ডেভিড ইয়ন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত নাম। অস্ট্রেলিয়ার চিকিৎসক সেই ইয়নের শরণাপন্ন হচ্ছেন পেসার মোহাম্মদ শহীদ। ইনজুরিতে আক্রান্ত এই পেসার ইতিমধ্যে অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছেন। এখন তিনি ইয়নের ডাকের অপেক্ষায় রয়েছেন। অসি চিকিৎসক সবুজ সংকেত দিলেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন শহীদ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি। এখন সম্ভবত শুক্রবার রওনা দিতে পারি। তবে এটা নির্ভর করছে ডেভিড ইয়নের ওপর। তিনি বললেই আমি রওনা হব। তা না হলে দেখা যাবে, আমি অস্ট্রেলিয়া চলে গেলাম কিন্তু ইয়ন অন্য দেশে চলে গেছেন। হয় তো অযথা বেশি দিন থাকতে হবে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খেলার সময় শহীদের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। তারপর থেকেই বিশ্রামে রয়েছেন তিনি। ঠিক একই সমস্যায় এর আগে ভুগেছেন মাশরাফি বিন মর্তুজা। ইয়নের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়েছেন নড়াইল এক্সপ্রেস। সে কারণে ইয়নের কাছে শহীদকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা সফরে তো খেলতেই পারবেন না শহীদ, তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে আরও তিন-চার মাস।

সর্বশেষ খবর