বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিওএ’র নির্বাচন

মহাসচিব পদে দাঁড়াবেন ইন্তেখাব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন— বিওএ’র নির্বাচন সামনে। নির্বাচন কমিশন গঠিত হলেও তফসিল হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ মহাসচিব নিয়ে নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে। ভাবা হচ্ছিল বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা পুনরায় মহাসচিব পদে নির্বাচিত হবেন। কিন্তু তার বিরুদ্ধে শক্ত দাঁড়াচ্ছেন। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ গতকাল ঘোষণা দিয়েছেন বিওএ’র মহাসচিব পদে নির্বাচন করবেন। তিনি বলেন, ‘শাহেদ ভাই আমার খুব পছন্দের লোক। তার বিরুদ্ধে কোনো কথা বলা ঠিক হবে না। তবে গত চার বছরে বিওএ’র কর্মকাণ্ডে অনেকেই সন্তুষ্ট হতে পারেননি। বিশেষ করে গত এসএ গেমসে বাংলাদেশে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ২০১০ সালে ১৮টি সোনা জিতলেও ২০১৬ সালে আমরা মাত্র ৩টি সোনা জিতেছি। এ ক্ষেত্রে বিওএকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। কিন্তু ঠিকমতো প্রশিক্ষণের ব্যবস্থা করলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারত।’

ইন্তেখাব বলেন, ‘আমি সুষ্ঠু নির্বাচন চাই। ভোটাররা আমার যোগ্যতা বিচার করবেন।

 আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।’ শুধু ইন্তেখাব নন, অভিজ্ঞ আরেক ক্রীড়া সংগঠকের মহাসচিব পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি নির্বাচনে ফুটবলের মতো দুটি প্যানেল হতে পারে। অর্থাৎ বিওএ’র আসন্ন নির্বাচন জমজমাট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর