শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতের বিপক্ষে ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে ম্যাচ আজ

আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। মহিলা বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্সে রুমানা আহমেদরা আইরিশ মহিলাদের ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে। বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে রুমানাদের হারাতে হবে ভারত ও শ্রীলঙ্কার যে কোনো এক দলকে। আজ ফেবারিট ভারতের বিপক্ষে ম্যাচ। ম্যাচটি খেলতে নামছে দুই দল জয়ের আত্মবিশ্বাস নিয়ে। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৪৯ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।  আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ১৪৪ রান করেছিল। সেটা ১০.৫ ওভার হাতে রেখেই জিতে গিয়েছিলেন রুমানারা। ম্যাচটিতে দারুণ বোলিং করেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। ২৭ রানে নিয়েছিলেন ৩ উইকেট। ওপেনার শারমিন আক্তার খেলেছিলেন ৫২ রানের ইনিংস। প্রোটিয়াস মহিলা দলের বিপক্ষে প্রথমে ভারত ব্যাট করে অধিনায়ক মিতালি রাজের ৬৪ ও ওপেনার মেশরামের ৫৫ রানে ৫০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান করেছিল। জবাবে প্রোটিয়াস মহিলা দলের ইনিংস থেমে যায় ১৫৬ রানে। আজকের ম্যাচটি নিয়ে বাংলাদেশ অধিনায়ক রুমানা উচ্ছ্বসিত, ‘ভারত শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে আছে গোটা দল।’ আজ যে দল জিতবে, তারাই জায়গা করে নিবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। যা জুনে শুরু হবে ইংল্যান্ডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর