Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৩৭
ভারতের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নেই অস্ট্রেলিয়ার : গাঙ্গুলী
ক্রীড়া প্রতিবেদক
ভারতের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নেই অস্ট্রেলিয়ার : গাঙ্গুলী

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন ভারতে। এই সফরে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দাদার মতে, ভারতের ২০ উইকেট নেওয়ার মতো বোলিং লাইনআপ নেই অস্ট্রেলিয়ার।

টেস্ট জয়ের পূর্ব শর্ত হচ্ছে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো বোলিং সামর্থ্য থাকতে হবে। দাপুটে বোলিং লাইনআপ দিয়ে বড় জোর ম্যাচ ড্র করা সম্ভব। গাঙ্গুলী বলেন, ‘অস্ট্রেলিয়ার যে দলটা ভারতে এসেছে এই দলেই সেই মানের বোলার কোথায় যারা ভারতের ২০ উইকেট তুলে নেবেন। তা না হলে ম্যাচ জিতবে কীভাবে। এখানেই তো পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশনে খেলতে হলে যেমন ভালো স্পিন অ্যাটাক থাকতে হবে তেমনি স্পিনের বিরুদ্ধে ভালো খেলার সামর্থ্যও থাকতে হবে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, ম্যাচ জিততে প্রয়োজন হলে তারা স্লেজিংও করবে। এ সম্পর্কে গাঙ্গুলী বলেন, ‘শুধু স্লেজিং করে কি টেস্ট জেতা যায়? আগে পারফরম্যান্স কর তারপর স্লেজিং কর। আগে অস্ট্রেলিয়া দলে যারা খেলতেন তারা যেমন স্লেজিং করতেন তেমনি পারফরম্যান্সও দারুণ করতেন। এই দলে তেমন ক্রিকেটার দেখছি না।’ সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়া হয়তো ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কিন্তু সিরিজ শেষে স্কোর বোর্ডে সেই ৪-০ ই দেখা যাবে।’

এই পাতার আরো খবর
up-arrow