শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আশা ছেড়ে দিয়েছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

আশা ছেড়ে দিয়েছেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে ইতিহাস গড়তে হবে বার্সেলোনাকে। শেষ ষোলোর ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের নিয়ে ছেলেখেলায় মেতেছিল প্যারিস সেন্ট জার্মেইন। অসাধারণ খেলেছিলেন দলটির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ৪-০ গোলে হেরে ফিরতি লেগে ঘরের মাঠে খেলবেন মেসি, নেইমাররা। কোয়ার্টারে খেলতে ফিরতি লেগে কমপক্ষে পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে বার্সাকে। কিন্তু কাজটি অসম্ভব বলেই মানছেন দলটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার সম্ভাবনা বার্সার মাত্র এক শতাংশ। ওই ম্যাচে হারের পর নিন্দুকের সমালোচনায় এফোঁড়-ওফোঁড় হচ্ছেন নেইমার। শুধু নেইমার নন, দলের অপরাপর তারকা মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তাদের কেউ বাদ যাচ্ছেন না। সবাইকেই সমালোচনা শুনতে হচ্ছে। এ বছর লুইস এনরিকে ট্রেবল জেতার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেটা বোধহয় ভেস্তে যাচ্ছে ফরাসি ক্লাবটির কাছে বিধ্বস্ত হওয়ার পর। ইতিহাস গড়ে ফিরতি লেগে জিতলেই ট্রেবল জেতা সম্ভব। সেটা অসম্ভব বলেই মানছেন ব্রাজিলিয়ান তারকা। নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের (বার্সেলোনা)  বিশ্বাস ৯৯ শতাংশ। কিন্তু সুযোগ মাত্র ১ শতাংশ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর