শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রেসিডেন্ট কাপ ব্রিজ শুরু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সহযোগিতায় ঢাকা ক্লাব লিমিটেড প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ উন্মুক্ত ব্রিজ টুর্নামেন্ট’। এরই মধ্যে ভারত ও বাংলাদেশের ক্লাবগুলোকে এ টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ দিনব্যাপী অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে শতাধিক ব্রিজ প্লেয়ার অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। বুধবার ঢাকা ক্লাবের এইচ আর সিনহা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট এ কে ফিরোজ আহমেদ বলেন, ‘ঢাকা ক্লাব লিমিটেড প্রতি বছর নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। বর্তমানে বিশ্বব্যাপী স্বীকৃত এ খেলাটিকে আমরা অনেক উঁচুতে নিয়ে যেতে চাই।’ তিনি আরও বলেন, ব্রিজ মানসিক বিকাশের খেলা। ধী-শক্তির খেলা। এটা এখন অলিম্পিক আর এশিয়ান গেমসের মতো বড় আসরেও যোগ হয়েছে। বিশ্বব্যাপী এই খেলার মর্যাদা অনেক। বাংলাদেশেও ব্রিজ খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান আয়োজকরা। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ৮টি পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্টে কলকাতা থেকে দুজন প্লেয়ারও অংশ নিতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন বক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এ কে ফিরোজ আহমেদ, আফজালুর রহমান সিনহা, রেজাউল করিম, আশরাফুজ্জামান খান, এ টি এম মোয়াজ্জেম হোসেন খোকন ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের প্রেসিডেন্ট মুশফিকুর রহমান মোহন।

সর্বশেষ খবর