শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেখ কামাল টুর্নামেন্ট ঘিরে চট্টগ্রামে সাজ সাজ রব

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

শেখ কামাল টুর্নামেন্ট ঘিরে চট্টগ্রামে সাজ সাজ রব

এমএ আজিজ স্টেডিয়ামে আজ শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের আলগা এফসির প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন। ম্যাচের আগের দিন অনুশীলনে কোরিয়ান ক্লাবটি —বাফুফে

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সূতিকাগার এমএ আজিজ স্টেডিয়াম এলাকার চারদিকেই সাজ সাজ রব। খেলোয়াড়দের ছবি এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। হরেক রকম সাজ দেখে পথচারীরা থমকে দাঁড়াচ্ছে ক্ষণিকের জন্য। দেখছে মনোমুগ্ধকর সাজসজ্জা। ক্রিকেটের লাকি গ্রাউন্ডে এসব কর্মযজ্ঞ হয়েছে শুধু দেশের ফুটবলের পুনর্জাগরণ করা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে। আজ কিরগিজস্তানের জনপ্রিয় ক্লাব আলগা এফসি ও দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন এফসির ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে দেশের ফুটবলের আলোড়ন সৃষ্টি করা এ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের। উদ্বোধনী দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মালদ্বীপের টিসি স্পোর্টস।

টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস বলেন, ‘প্রথম আসরে এ টুর্নামেন্ট সারা দেশে সাড়া ফেলেছে। প্রচুর দর্শক মাঠে এসে খেলা উপভোগ করেছে। এবারও প্রচুর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আশা করছি গতবারের চেয়ে এবার আরও বেশি দর্শক উপস্থিত হবে। এ টুর্নামেন্টে চট্টগ্রামে ফুটবল উৎসব করতে চাই আমরা।’

টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার র‌্যালির আয়োজন করে আয়োজক কমিটি। এতে শতাধিক মোটরসাইকেল এবং মিনি ট্রাকসহ দেড় শতাধিক যানবাহন অংশ নেয় ওই র‌্যালিতে। আরোহীদের কারও হাতে ফুটবল, কারও হাতে প্ল্যাকার্ড। সবার পরনে ফুটবল টুর্নামেন্টের লোগোযুক্ত টিশার্ট। তাদের পেছনে আরেক দলের হাতে বাদ্য-বাজনা। মোটরসাইকেল, ট্রাক ও বাদ্য-বাজনা নিয়ে প্রচারণা করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ওই র‌্যালি।

আজ শনিবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ সিকদার, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন আবাহনী লিমিটেডের চেয়ারম্যান এমএ লতিফ এমপি। উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে কিরগিজস্তানের আলগা এফসি ও দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন এফসি। সন্ধ্যা ৭টায় অপর ম্যাচ হবে ঢাকা আবাহনী ও মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যে। শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দেশের শীর্ষ তিনটি এবং পাঁচটি বিদেশি ক্লাব এতে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে আয়োজক চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। বিদেশি পাঁচ দল হচ্ছে কিরগিজস্তানের আলগা এফসি, মালদ্বীপ টিসি স্পোর্টস ক্লাব, দক্ষিণ কোরিয়া পোচেন সিটিজেন ফুটবল ক্লাব, নেপাল মানাং মারশ্যাংদি ক্লাব ও আফগানিস্তান শাহীন আসমাই এফসি।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে গ্যালারির দর্শকদের জন্য ৫০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ১০০ টাকা। সেমিফাইনালে গ্যালারির টিকেট ১০০ টাকা ও প্যাভিলিয়নের ২০০ টাকা। ফাইনাল খেলায় টিকেটের দাম গ্যালারির দর্শকদের জন্য ৩০০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ৫০০ টাকা। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার। যা আগের বছর ছিল ২৫ হাজার ডলার। রানারআপ দলের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার। গত আসরে ছিল ১০ হাজার ডলার। টুর্নামেন্ট চলাকালীন প্রতিদিনই কনসার্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস বলেন, ‘টুর্নামেন্ট সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর