শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কলম্বোয় টাইগারদের ১০০তম টেস্ট

বাংলাদেশ-শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোয় টাইগারদের ১০০তম টেস্ট

শ্রীলঙ্কার কলম্বোতে ১০০তম টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে ১৫ মার্চ। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর টাইগারদের টেস্ট যাত্রা শুরু হয়েছিল। ১৬ বছরের মাথায় ১০০তম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার পরে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকরা। গতকাল শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে এবং ৬ এপ্রিল দেশে ফিরবে। ৩৮ দিনের এই সফরে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে। শুরুতে একটা দুই দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ মার্চ থেকে। এরপরেই কলম্বোতে সেই ঐতিহাসিক টেস্ট। যেটি অনুষ্ঠিত হবে পি সারা ওভাল স্টেডিয়ামে। কলম্বোতেই ২২ মার্চ একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর টাইগাররা ডাম্বুলার উদ্দেশে রওনা দেবেন। ডাম্বুলার রংগিরি স্টেডিয়ামেই হবে প্রথম দুই ওয়ানডে-২৫, ২৮ মার্চ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে কলম্বোতে-১ এপ্রিল। আর টি-২০ ম্যাচ দুটি কলম্বোতেই হবে- ৪ ও ৬ এপ্রিল। সফরটি অনেক আগে নিশ্চিত হলেও সফর সূচি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছিল। এজন্য সূচি প্রকাশ করতে দেরি হয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড চাচ্ছিল প্রথমে ওয়ানডে সিরিজ করতে। কিন্তু পরে বিসিবির চাহিদা অনুযায়ী শুরু টেস্ট সিরিজ রেখেই সূচি ঘোষণা করা হয়েছে। এর আগে বাংলাদেশ সব শেষ শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ২০১৩ সালে। তখন ওয়ানডে সিরিজে ১-১ ড্র করেছিলেন টাইগাররা। টেস্ট সিরিজেও প্রথমটিতে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেই স্মৃতিগুলো নিয়েই এবার শ্রীলঙ্কা সফরে রওনা হবে বাংলাদেশ। চলতি মাসে হায়দরাবাদে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৭ বছরের মধ্যে এই প্রথম টেস্ট খেলল টাইগাররা।

সর্বশেষ খবর