শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তামিম মাহমুদুল্লাহর ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক

তামিম মাহমুদুল্লাহর ম্যাচ পরিত্যক্ত

ঐতিহাসিক ভারত সফরে জ্বলে ওঠেনি তামিম ইকবালের ব্যাট। হায়দরাবাদ টেস্টে রান করতে পারেননি বাঁ-হাতি ড্যাসিং ওপেনার। এখন অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজ। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচ খেলতে ২৭ ফেব্রুয়ারি দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। তামিম, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ কলম্বোয় দলের সঙ্গে মিলিত হবেন। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামার আগে তিন টাইগার ক্রিকেটার এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন। গতকাল দুবাইয়ে তামিম ও সাকিবের দল পেশোয়ার ঝালমির পক্ষে খেলতে নামে। প্রতিপক্ষ ছিলেন

স্বদেশি মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে। ম্যাচে তামিম ব্যাট করলেও নামেননি সাকিব। বোলিং করেছেন মাহমুদুল্লাহ। ম্যাচে জ্বলে উঠেছে তামিমের ব্যাট। হাফসেঞ্চুরি করেছেন বাঁ-হাতি ওপেনার। তার হাফসেঞ্চুরিতে ১৬ ওভারে পেশোয়ারের সংগ্রহ ৩ উইকেটে ১১৭। বৃষ্টিতে খেলাটি পরিত্যক্ত হয়। ডিএল ম্যাথডে কোয়েটার টার্গেট ছিল ৬ ওভারে ৫৫ রান। টস হেরে ব্যাট করতে নেমে পেশোয়ার ওভারপ্রতি ৭.৩১ রান করে। তামিম ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। খেলেন ৬২ রানের আক্রমণাত্মক ইনিংস। ৪৬ বলের ইনিংসটিতে ৪টি চার ছাড়াও সমান সংখ্যক ছক্কা হাঁকান তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন শোয়েব মাকসুদ। সাকিব ব্যাট করেননি। মাহমুদুল্লাহ বোলিং করেন ৩ ওভার। ১৮ রানের খরচে নেন ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট। গত মৌসুমেও পিএসএলে তামিম ও সাকিব পেশোয়ার ঝালমির পক্ষেই খেলেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর