শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতীয় দলে ফিরতে মরিয়া রুবেল

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে ফিরতে মরিয়া রুবেল

নিউজিল্যান্ড সফরে তিনটি টি-২০ ম্যাচই খেলেছেন রুবেল হোসেন। তিন ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি। ছিলেন উইকেটশূন্য। ফলে দেশে ফিরে যাওয়া হয়নি। খেলা হয়নি হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টটি। ভারতের মাটিতে টেস্ট খেলতে না পারলেও নিজেকে মেলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। দক্ষিণাঞ্চলের পক্ষে খেলতে নেমে গতির ঝড় তুলছেন। সেই গতির ঝড় তুলেই তিনি ফিরতে চাইছেন শ্রীলঙ্কা সিরিজে। ২৭ ফেব্রুয়ারি দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ খেলতে দ্বীপরাষ্ট্র সফর করবে বাংলাদেশ।

দক্ষিণাঞ্চলের পক্ষে ইনিংস একবার ৫ উইকেটসহ দুই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সেটাই তাকে আত্মবিশ্বাসী করেছে জাতীয় দলে ফেরার, ‘আমার বোলিংয়ের মূল শক্তি গতি। এটাকে আরও কার্যকর করতে সুইং বাড়াতে চেষ্টা করছি। এজন্য কঠোর পরিশ্রমও করছি আমি।’ নিউজিল্যান্ড সফরে হঠাৎ সুযোগ পেয়েছিলেন শফিউল ইসলামের ইনজ্যুরিতে। হায়দরাবাদ টেস্টে শফিউল ফিরলে বাদ পড়েন রুবেল। কিন্তু এবার মরিয়া দলে ফিরতে। এজন্য টানা ৮ ওভারে স্পেলে বোলিংও করছেন, ‘অনেক কষ্ট করছি। কঠিন পরিশ্রম করছি। আর সবকিছু মাঠে প্রয়োগ করার চেষ্টা করছি। বিসিএলে আমার বোলিং ছন্দ ভালোই লেগেছে। ধারাবাহিক গতিতে বোলিং করছি এখন।’ জাতীয় দলে ফিরতে মরিয়া রুবেল মনে করেন নির্বাচকদের ওপর নির্ভর করছে দলে সুযোগ পাওয়ার বিষয়টি, ‘জাতীয় দলে ফেরা নির্ভর করছে নির্বাচকদের ওপর। বিসিএল খেলছি। নির্বাচকরা মাঠে থেকেই দেখছেন আমার পারফরম্যান্স।’

সর্বশেষ খবর