রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

মহিলা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা প্রায় নিশ্চিত ভারতের। আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারলেও দলটি আগামী জুনে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলবে। চির প্রতিদ্বন্দ্বীদের হারালে পাকিস্তানেরও বিশ্বকাপ নিশ্চিত হবে। দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত। ভারত ও প্রোটিয়া মহিলা দলের সঙ্গে বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল স্বাগতিক শ্রীলঙ্কার। অবশ্য চূড়ান্তপর্বে খেলার একটি সুক্ষ্ম সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। এজন্য আজ হারাতেই হবে শ্রীলঙ্কাকে এবং ব্যবধান হতে হবে বিশাল। কি রকম সেই ব্যবধান? আইসিসি জানাচ্ছে, রুমানারা যদি প্রথমে ব্যাট করে, তাহলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হবে কমপক্ষে ৮৫ রানে। যদি পরে ব্যাটিং করে, তাহলে শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে সেটা টপকাতে হবে ২৭.১ ওভারে। সত্যিই যা কঠিন! সুতরাং মহিলা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাচ্ছে বাংলাদেশের। সুপার সিক্সে খেলার টার্গেটে ঢাকা ছেড়েছিলেন রুমানারা। পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডকে হারিয়ে সেই টার্গেট পূরণ করে মহিলা ক্রিকেট দল। সুপার সিক্সে জায়গা নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন রুমানারা। আয়ারল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায় এক ধাপ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিতলে পূরণ হতো সেই স্বপ্ন। কিন্তু ১৫৫ রান করে হেরে যায় ৯ উইকেটের বড় ব্যবধানে। তাতেই স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় বাংলাদেশের।

সর্বশেষ খবর