রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দিনটি ছিল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

দিনটি ছিল বাংলাদেশের

রোলবল বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে হংকংকে উড়িয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। জয়ের ধারাটা ধরে রাখলেন আসিফরা। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভূটানকে ৯-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। পুরুষদের পাশাপাশি মেয়েরাও কম যাননি। গতকাল একই ভেন্যুতে বাংলাদেশের মেয়েরা নেপালকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে। দলের পক্ষে ৫ গোল করে বিশ্ব রেকর্ড গড়েছেন অধিনায়ক হিরা। এছাড়াও দলের পক্ষে একটি করে গোল করেছেন রাইসা, সাথী ও নওশিন। ভুটানের বিপক্ষে অসাধারণ খেলেছেন আসিফরা। প্রথম ম্যাচের নায়ক হৃদয় আবারও জ্বলে উঠেন। দলের পক্ষে হৃদয় ও আরাফাত ৪টি করে গোল করেছেন। এছাড়াও ১টি গোল করেছেন সোহাগ। প্রতিপক্ষ ভুটান ২টি গোল করে সান্ত্বনা নিয়ে মাঠে ছেড়েছে। ম্যাচ শেষে অধিনায়ক আসিফ বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করছি। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আলাদাভাবে কোনো কিছু না ভেবে আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আগের দিন পরিকল্পনা করে মাঠে নামছি।’ বাংলাদেশের ছেলেরা টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল। রোলবল বিশ্বকাপে গতকাল শেখ রাসেল রোলার স্ক্যাটিং ক্রীড়া কমপ্লেক্সে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে চীনকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর