সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জিমিদের প্রস্তুতি ম্যাচ নিয়ে সংশয়

আগামী সপ্তাহে চূড়ান্ত দল

ক্রীড়া প্রতিবেদক

জিমিদের প্রস্তুতি ম্যাচ নিয়ে সংশয়

৪ মার্চ ঢাকায় শুরু হবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-টু। দুই গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দেশ অংশ নেবে। বাংলাদেশে এই প্রথম ওয়ার্ল্ড হকি লিগ হচ্ছে। সময় হাতে নেই, কিন্তু এত বড় আসর হচ্ছে অথচ হকি ফেডারেশনের প্রস্তুতি সেভাবে চোখে পড়ছে না। ব্যানার তো দূরের কথা ঢাকা শহরে টুর্নামেন্টের কোনো পোস্টারের দেখা মিলছে না। এ ব্যাপারে ফেডারেশনের সহসভাপতি খাজা রহমত উল্লাহ বলেন, স্পন্সরের লোগো তৈরি হয়নি বলে সাজসজ্জা এখনো শুরু করা যায়নি। তবে টুর্নামেন্টের আগে সব কিছু গুছিয়ে নেওয়া যাবে।

শিডিউল না দেওয়ায় দলগুলো কবে ঢাকা আসবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফেডারেশন আশা করছে ২ মার্চের মধ্যে সব দলই ঢাকা এসে যাবে। ঘরের মাঠে খেলা বাংলাদেশের লক্ষ্য পরবর্তী রাউন্ডে যাওয়া। জাতীয় দলের প্রস্তুতি অনেক আগেই বিকেএসপিতে শুরু হয়ে গেছে। হেড কোচ অলিভার কার্টেজ দক্ষিণ আফ্রিকা গেলেও তিনদিন আগে ফিরে এসেছেন। এখন পুরোদমে প্রস্তুতি চলছে। সিলেকশন কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কিসমত জানান আগামী সপ্তাহেই চূড়ান্ত দল গঠন হবে। ফেডারেশনের টার্গেট ছিল টুর্নামেন্টের আগে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলা। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল প্রস্তুতি ম্যাচ খেলতে জিমিরা দক্ষিণ আফ্রিকা যাবেন। তা আর হচ্ছে না। কোচ অলিভার ভিসা আনতে গেলেও ব্যর্থ হয়েছেন। কেনিয়ায় খেলার চেষ্টা চালিয়েও সফল হয়নি। তাহলে কী প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না! হকি ফেডারেশন চেষ্টা চালাচ্ছে টুর্নামেন্টের আগে ঢাকায় অন্তত ভিন্ন গ্রুপের দলের বিপক্ষে একটি ম্যাচ খেলানোর। ওয়ার্ল্ড হকি লিগের পর অক্টোবরে আবার ঢাকায় এশিয়া কাপ হওয়ার কথা। ১৯৮৫ সালের পর এই টুর্নামেন্ট আর বাংলাদেশে আয়োজন হয়নি।

সর্বশেষ খবর