সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাড্ডা জাগরণীর উন্মুক্ত ফুটবল ট্রায়াল

ক্রীড়া প্রতিবেদক

নব্বই দশকের শেষের দিকে বাড্ডা জাগরণী সংসদ প্রিমিয়ার ফুটবল লিগে ওঠে। ছাইদ হাছান কাননের প্রশিক্ষণে দলটি বড় দলগুলোকে হারিয়ে আলোড়ন তুলেছিল। বেশ কজন পরিচিত খেলোয়াড়ও বের হয়ে আসে। যারা পরবর্তীতে জাতীয় দলে সুনামের সঙ্গে খেলেছেন। এরপর বাড্ডা জাগরণী যেন ঝিমিয়ে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগে খেললেও সুবিধা করতে পারছে না।

এবার ঘুরে দাঁড়াতে চাচ্ছে। সামনেই চ্যাম্পিয়ন্স লিগের দলবদল। তাই খেলোয়াড় বাছাইয়ের জন্য এখনই তৎপর হয়ে উঠেছে বাড্ডা জাগরণী। আজ থেকে ক্লাব প্রাঙ্গণে উন্মুক্ত ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। ৭ দিনব্যাপী চলবে এই ক্যাম্প। যারা এই ট্রায়ালে অংশ নিতে আগ্রহী তাদের ফুটবলের সরঞ্জাম, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বাড্ডা জাগরণী ক্লাবে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। ক্যাম্পে মূল কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ছাইদ হাছান কানন। সহযোগী কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক দুই ফুটবলার আতিকুর রহমান ও ইমতিয়াজ আহমেদ নকিব।

ক্যাম্প চলাকালে ক্লাব খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে। এখান থেকে বাছাই করে চ্যাম্পিয়ন্স লিগে বাড্ডা জাগরণীর দল গঠন করা হবে।

সর্বশেষ খবর