মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডাবল সেঞ্চুরিতে থামলেন তুষার

ক্রীড়া প্রতিবেদক

ডাবল সেঞ্চুরিতে থামলেন তুষার

তুষার ইমরান

মাইলফলক আগের দিনই ছুঁয়েছিলেন। শেষ পর্যন্ত তুষার ইমরান থামলেন ডাবল সেঞ্চুরি করেই। বিসিএলে তার ২২০ রানের সুবাদে দক্ষিণাঞ্চল ৫০১ রান তুলেছে। আগের দিনই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছিলেন ৯ হাজার রানের মাইলফলক। ১২৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে তিনি আউট হন ২২০ করে। ৫০১ রানের জবাবে উত্তরাঞ্চল দ্বিতীয় দিন শেষে রান তুলেছে ৪ উইকেটে ১০৭। তুষারের সঙ্গে শাহরিয়া নাফিসের জুটি আগের দিনই ছিল ১৫৮ রানের। গতকাল সকালে সেটি টপকিয়ে ২০০ হয়। শততম ম্যাচে শতকের সম্ভাবনা জাগিয়েছিলেন শাহরিয়ার। তবে আউট হয়ে যান ৭৪ রানে। ভাঙে চতুর্থ উইকেটে ২২৫ রানের জুটি। এরপর মোহাম্মদ মিঠুন না টিকলেও তুষারের সঙ্গে জমে যায় মোসাদ্দেক হোসেনের জুটি। ৬ষ্ঠ উইকেটে ৯৬ রানের জুটি গড়েছেন দুজন ওভারপ্রতি প্রায় ৫ রান তুলে। ৫ ছক্কার ৬৫ বলে ৫৭ বলে মোসাদ্দেক ক্যাচ দিয়েছেন নাসির হোসেনকে।

উত্তরাঞ্চলের শুরুটা ছিল ভালোই। অভিজ্ঞ ফরহাদ হোসেনের সঙ্গে তরুণ নাজমুল হাসান শান্ত মিলে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৬২ রান। শান্তকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদুল ইসলাম। প্রথম উইকেটই যেন খুলে যায় দক্ষিণের ভাগ্য। দ্রুত পড়ে আরও ৩ উইকেট। শান্তর পর জুনায়েদ আর নাইমকে ফেরান নাহিদুল। অর্ধশতক করা ফরহাদকে ফেরান আবদুর রাজ্জাক।

সর্বশেষ খবর