মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ ষোলোতে হেরে গেল মেয়েরা

রোল বল বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

শেষ ষোলোতে হেরে গেল মেয়েরা

রোলবল বিশ্বকাপের চতুর্থ আসরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। গতকাল টুর্নামেন্টের চতুর্থ দিনে বিকাল ৫টায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ সেনেগাল মহিলা দলের মুখোমুখি হয় ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মেয়েদের। নকআউট পর্বের শুরুতেই সেনেগালের কাছে ৬-৩ গোলে হেরে বিদায় নিয়েছেন হিয়ারা। ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হিয়া ১টি ও নুসরাত ২টি গোল করেন। এদিকে রোলবল বিশ্বকাপে হ্যান্ডবল স্টেডিয়ামে একই সময়ে প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল উগান্ডা এবং ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল নেপাল। এ ম্যাচে উগান্ডার কাছে পাত্তাই পায়নি নেপালের মেয়েরা। নেপালিদের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে শক্তিশালী উগান্ডা নারী দল ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইরানের মেয়েরা গতকাল সন্ধ্যায় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের রানার্সআপ উরুগুয়ের মেয়েদের বিপক্ষে খেলতে নামে। ইরান ম্যাচে একক আধিপত্য বিস্তার করে ৬-০ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয়। ‘সি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মেয়েরা শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন লাটভিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়। ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে ফলাফল ৪-৪। এরপর গোল্ডেন গোল পদ্ধতিতে লাটভিয়ার মেয়েরা ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। অন্যদিকে মিরপুর ইনডোরে ‘এফ’ গ্রুপের রানার্সআপ ডেনমার্কের মেয়েরা মুখোমুুখি হয় ‘বি’ গ্রুপের শীর্ষ দল ভারতের। ৮-২ গোলের ব্যবধানে জিতে ভারত কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর্জেন্টিনার মেয়েরা ৬-১ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

এদিকে রোলবল বিশ্বকাপে পুরুষ দলের প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-চাইনিজ তাইপে, ভারত-বেনিন, ভুটান-জাম্বিয়া, আর্জেন্টিনা-কেনিয়া, উরুগুয়ে-লাটভিয়া, নেপাল-আইভরিকোস্ট, বেলারুশ-পাকিস্তান এবং ডেনমার্ক-ইরান।

সর্বশেষ খবর