শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

স্লো উইকেটে পেসারদের অনুশীলন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

স্লো উইকেটে পেসারদের অনুশীলন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মুশফিক বাহিনী শ্রীলঙ্কা যাবে ২৭ ফেব্রুয়ারি। দ্বীপরাষ্ট্র সফরে খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০। দ্বীপরাষ্ট্রে যাওয়ার আগে ভারত ও নিউজিল্যান্ড সফর করেছিল। নিউজিল্যান্ড সফরে খেলেছিল হার্ড, বাউন্সি ও সিমিং উইকেটে। ভারত সফরে টাইগাররা খেলেছে ব্যাটিং সহায়ক উইকেটে। দুই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা নিয়েই ঢাকা ছাড়বেন মুশফিক, মাশরাফিরা। শ্রীলঙ্কার উইকেটগুলো কেমন হবে, কোচ চন্ডিকা হাতুরাসিংহের চেয়ে ভালো কেউ জানেন না। জানেন বলেই ঢাকা ছাড়ার আগে দলের পেসারদের ধীরগতির উইকেটে বোলিং করাচ্ছেন। মজার বিষয় হচ্ছে, যে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচক প্যানেল, তাতে পেস বোলার পাঁচজন। পাঁচ পেসারের মধ্যে একমাত্র রুবেল হোসেনেরই রয়েছে দ্বীপরাষ্ট্র্রে খেলার অভিজ্ঞতা। তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান ও শুভাশিস রায়ের শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা নেই। লঙ্কার ধীরলয়ের উইকেটে কীভাবে বোলিং করতে হবে, লাইন-লেন্থ বজায় রাখতে হবে, সেটা বুঝাতে হাতুরাসিংহে নিজেই বোলারদের দেখাচ্ছেন।

শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টের প্রথমটি খেলবে ৭ মার্চ গলে। ১৫ মার্চ কলম্বোয় দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ফলে এবারের শ্রীলঙ্কা সফরটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। ২০০০ সালে অভিষেক টেস্ট খেলেছিল। এরপর এ বছরই ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলে। কাল শুক্রবার ছুটির দিন হলেও ক্রিকেটাররা সিরিয়াস অনুশীলন করেছেন। তবে বোলিং করেননি কামরুল রাব্বি ও  মেহেদি হাসান মিরাজ। পিসিএলে ব্যস্ত থাকায় ক্যাম্পে নেই তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ক্রিকেটার সরাসরি কলম্বোয় যোগ দিবেন দলের সঙ্গে।

সর্বশেষ খবর