রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে আগ্রহী বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

পাইওনিয়ার থেকে উত্তীর্ণ হয়ে বসুন্ধরা কিংস এবার তৃতীয় বিভাগে উঠেছে। কিন্তু ক্লাবটি সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে আগ্রহী। এই লিগে খেলতে তারা আপিল করেছে বাফুফের কাছে। দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্রও। তৃতীয় বা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ না নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার রেকর্ড রয়েছে অন্য ক্লাবেরও।  শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও টিম বিজেএমসি সরাসরি পেশাদার লিগে সুযোগ পেয়েছে। সুতরাং বসুন্ধরা কিংস সরাসরি চ্যাম্পিয়নসশিপ লিগ খেলতেই পারে। তবে তা নির্ভর করছে বাফুফের অনুমতির ওপর। বসুন্ধরা কিংস চাচ্ছে ফুটবলে নতুনত্ব আনতে। চ্যাম্পিয়নশিপ লিগে অনুমতি পেলে শক্তিশালী দল গড়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। দেশে যে ফুটবলার সংকট সৃষ্টি হয়েছে তা দূর করতে বসুন্ধরা কিংস নানা পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর